আমাদের কথা খুঁজে নিন

   

বেয়াক্কেল মীরাক্কেল

বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা। ভারতের মীরাক্কেলের বেয়াক্কেল এঙ্কর মীর তার নাম, নয় শংকর, কথা বলে সে, বাদ্য বাঁজায় যন্ত্রী পার্থক্য বোঝেনা কোনটা মুর্খ্য আর কোনটা মন্ত্রী। বাংলাদেশে প্রধান আর কলকাতার মুখ্য কেন সমান হবে না এই তার দুঃখ, দুজনেই তো মেয়ে, দুজনেই পরে শাড়ী সামান্য এই কথা নিয়ে কেন বাড়াবাড়ী। মাথা ঘুরে যায়, উত্তর না মিলে তোমরা কি শুরু করেছো সবাই মিলে, ভূলে গেছ কি বলেছিল আশরাফ সাহেব ভারত হল জামা, বাংলা তার জেব। বালিশের ইংরেজী নাম হল গিয়ে পিলো ‘অতীতে বাংলা ভারতেরই ছিলো’, কথাটা শুনতে লাগল বুঝি খারাপ এই কথাটার বক্তা সৈয়দ আশরাফ। মন্দ কি বাংলা যদি হয় ভারত দেশটা তো আর হচ্ছেনা গারদ, সকাল বিকাল যেতে পারবে দার্জিলিং পাসপোর্ট নিয়ে টানাটানি করবেনা আর সিং। বাংলা নয় আমরা বলি মুভ্যির হলি ভক্ত জানি সবাই কিন্তু মেনে নেয়া বড় শক্ত। মানসিক ভাবে আমরা কিন্তু ভারতের শাহরুখ তাই হয়ে গেছে আমাদের। এবার শারীরিক ভাবে যাবার পালা দুই বাংলার মানুষ হবে দুলাভাই শালা, লজ্জা কি জিনিস গেছি কি মোরা ভূলে সরিষা তেলের বদলে জেল মাখি যে চুলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।