Digital Bangladesh Warriors - fb.com/openbd আন্তর্জাতীক যুদ্ধাপরাধী ট্রাইবুনালের সেশনগুলো আদালত কক্ষ থেকে সরাসরি টেলিভিশনে সম্প্রচার করার সিদ্ধান্ত ইমিডিয়েট নেয়া উচিত।আইডিয়াটি স্বংয়সম্পূর্ন আইডিয়া।যেকোন চ্যানেল সপ্তাহে ১০-১৫ ঘন্টার এই অনুষ্ঠান মহাউৎসাহে নেবে, এই ট্রান্সমিশনের বিজ্ঞাপন মূল্যও অতীতের সকল রেকর্ড অতিক্রম করবে। বাংলার ইতিহাসে এক সময় বটগাছতলায় প্রকাশ্য বিচার হতো, সে বিচার ব্যবস্থা ছিল সবচেয়ে স্বচ্ছ ও দৃশ্যমান, ন্যয়বিচার ছিল তখন ঘরে ঘরে, সে বহু বহু বছর আগের কথা।পরে বিভিন্ন সংস্থা, আদালতের অন্ধকার অন্ধকার ঘরে বিচার ঢুকে, বিচার যে বাংলাদেশে আজ কোথায় পৌছেছে তা প্রকাশ করার মত উপযুক্ত শব্দ বাংলা ভাষার স্লাং ডিকশেনারিতেও খুজে পাই নাই তাই প্রকাশ করতে পারলাম না। আজ আবার আমাদের সেই বটগাছের তলায় স্বচ্ছ দৃশ্যমান বিচারের যুগে প্রবেশের সুযোগ এসেছে।আন্তর্জাতীক যুদ্ধাপরাধী ট্রাইবুনালের সেশনগুলো আদালত কক্ষ থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে এই শুভ, স্বচ্ছ, স্ফটিক যুগে প্রবেশের উদ্বোধন কারা উচিত, জাতির জন্য এটি একটি মহান সুজোগ।তরুন প্রজন্মের জন্য এরচেয়ে শিক্ষামূলক শ্রেণীকক্ষ আর কিছু হতে পারে না।কিছুদিন পর আদালতগুলো লাইভ ওয়েবকাস্টের আওতায়ও আনা উচিত, তাহলেই না, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে বলা যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।