আমাদের কথা খুঁজে নিন

   

একাত্বরের বাচ্ছু রাজাকার নাকি দেশেই আছে, বলে কি? বাংলাদেশের গোয়েন্দারা কি বসে বসে ধোয়া তুলসি পাতার পানি খায়?

একাত্বরের দালাল ,ঘাতক ,মানবতাবিরোধী সকল কাজের হোতা বাচ্ছু রাজাকার নাকি প্রভাবশালীর মহলের পৃষ্টপোষকতায় দেশের ভিতরেই লুকিয়ে আছে ।নিউজটা পরে মাথাটা চরম গরম হয়ে গেল। জামায়াতের এক অসুন্তষ্ট নেতার বরাত দিয়ে জানা গেল সে নাকি চট্টগ্রামেই লুকিয়ে আছে। আমার প্রশ্ন হল , এরা যদি এইভাবে দেশের ভেতরেই নিরাপদে লুকিয়ে থাকে, তাহলে আমাদের দেশের গুয়েন্দারা খুজে বের করতে পারে না কি জন্যে? এদের বিচার কি কোন দিনেই হবে না?এরা কি আজীবনেই আমাদের বোকা বানিয়ে ঘুরে বেড়াবে? এদের বিচার কি আমরা শেষ পর্যন্ত করতে পারব না ? আমার মতে এদেরকে খুজে বের করে ডাইরেক্ট শুট করে মেরে ফেলা উচিত।এদের বিচার এক্টাই মৃত্যদন্ড।এদের মত রাজাকার কে আদালতে নিয়া আদালতের সময় নষ্ট করার কোন মানে হয় না । আমি দেশের প্রধান মন্রী হলে তাই করতাম । Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।