আমাদের কথা খুঁজে নিন

   

বহুতলের বারান্দার টবে করলা ফুল (ছবি ব্লগ)

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ মাটি থেকে অনেক অনেক উঁচুতে শহরের একটি বহুতলের গ্রিলে জড়িয়ে আছে করলা লতা, করলা লতার হলদে ফুল ... গ্রিলে জং ধরলেও করলা লতা কেমন সজীব আর সতেজ; শূন্যে আনন্দে দোল খায়, যেন আকাশ ছুঁতে চায়। করলা তিতা হলেও এর ফুলটির রং কেমন মধুর-হলুদ ... আমার অনুরোধে ছবি তুলেছে ইয়েন। আমার এক ছোটভাই। ও একটা ৮ মেগাপিক্সেলের এইচটিসি ডিজায়ার এইচ ডি কিনেছে। সেলফোনটার কার্যক্ষমতা দেখে বিস্মিত হলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.