আমাদের কথা খুঁজে নিন

   

এডাল্ট পেইজ

ফেসবুকে এখন অনেক এডাল্ট পেইজ তৈরী হয়েছে, যেইগুলা এডাল্ট পোস্ট আর এডাল্ট জোকস দিয়ে ভর্তি থাকে। এডাল্ট জোকস থাক, ক্ষতি নাই, অনেকেই এডাল্ট জোকস পড়েন, আমারো ভালই লাগে, কিন্তু আমার কথা হল, ঐসব পেইজে এখন আকর্ষণীয় করার জন্য অনেক মেয়ে দের অশ্লীল ছবি পোস্ট করে। এইখানেই আমার অসুবিধা। মানে জিনিসগুলা খুব ইরিটেটিং । আগে এইসব ছিল না। আগে শুধুই জোকস পোস্ট হত, আর এখন জোকসের সাথে সাথে ঐ সব ছবি আপলোড হয়। এই সব ছবি যে সব পোজ দিয়ে তোলা, তাতে ঐসব মেয়েদের ধোয়া তুলসীপাতা বলা যাবে না, কিন্তু তার পরেও কি দরকার ঐসব ছবি আপলোড করার? আমরা যখন বাসায় ফেসবুক ওপেন করি, তখন ঐসব ছবির কারণে সবার সামনে হয়তো আমাদের অনেকেরই অসুবিধা হতে পারে.... আমরা ফেসবুকে নোংরামি চাই না, জানি সব কিছুই সবার ব্যক্তিগত ব্যাপার, আমি চিল্লাইলেও কেউ শুনবে না, আমার এই সব বলারও বিষয় না, তার পরেও মনে হল, তাই এই ব্লগে একটু লেখলাম..... এই আর কি...... অনেক দিন ব্লগে কিছু লেখি না, তাই একটু বকবক করলাম। কেউ কিছু মনে নিয়েন না, এই পোস্ট পড়ে কারো টাইম নষ্ট হলে তার জন্য খুবই সরি.....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।