সব ই মায়া, মায়ার বেড়া জালে আমরা জড়িয়ে আছি আষ্টে পিষ্টে। মুক্তি নেই......... ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি এক ব্যক্তির বিচার করেছিলেন তার মৃত্যুরও ৩৬৫ বছর পর! লোকটির নাম ছিল থমাস। লোকটি ছিল খুবই দুর্নীতিবাজ। তার জীবনে সে অনেক অর্থ আত্দসাৎ এবং অন্যায় করেছিল সরকারি চাকরি করার সময়, কিন্তু তখন ধরা পড়েনি। কিন্তু মৃত্যুর ৩৬৫ বছর পর প্রাচীন পুঁথিপত্র ঘেঁটে প্রমাণ পাওয়া গেল থমাসের এসব দুর্নীতির।
দুর্নীতির খোঁজ যখন পাওয়া গেল তখন তো অন্যায়কারীর বিচার হবেই। কিন্তু তিনি তো ততদিনে পরপারে। তবু রেহাই নেই। রাজার হুকুম। অতঃপর নথিপত্র ঘেঁটে থমাসের কবর শনাক্ত করে বের করে আনা হলো কঙ্কালের অবশিষ্টাংশ।
যা পাওয়া গেল তা নিয়ে হাজির করা হলো আদালতে! আসামি পক্ষে প্রশ্নের জবাবের জন্য দেওয়া হলো সরকারি উকিল। থমাসের কঙ্কালকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে যথারীতি অনুষ্ঠিত হলো বিচার! বিচারে সত্যি সত্যিই দোষী সাব্যস্ত হলো থমাস, মানে থমাসের কঙ্কাল!! তাকে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড!! কঙ্কাল কফিনে ভরে পাঠানো হলো জেলখানায়! তবে এই কঙ্কাল কত বছর জেলে ছিল তা জানা যায়নি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।