আমাদের কথা খুঁজে নিন

   

ট্যান্ডার বাজির একটা ইঞ্জিনিয়ার আঙ্কেলের গল্প !!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! ট্যান্ডার বাজির একটা ইঞ্জিনিয়ার আঙ্কেলের গল্প !! আচ্ছা আঙ্কেল আপনাদের কাছে থেকে অনেক শুনেছি - সরকারের ভালো কাজ হচ্ছে বরাদ্দের ৩৩-৩৪% ব্যায় হইলেই তাহলে খারাপ কাজ কেমন ? যদি বলেন !! অনেক ঘ্যান ঘ্যানানির পর --- আচ্ছা শোন বাচ্ছা - প্রতি বছরই বিল্ডিং মেরামত করার জন্য একটা বরাদ্দ্য থাকে - তো দেয়ালে একটা পাশে ছোট্ট একটা ফাটল দেখা দিলো - সেটা দেখিয়ে ২.৫ লাক্ষ টাকার টেন্ডার করা হইলো ! ইঞ্জিনিয়ার কে ছিল তা বলছি না তোমার বুদ্ধিমর্তার উপর ছেড়ে দিলাম !! - আমি ফট করে বলে বসলাম - আঙ্কেল আপনি - আঙ্কেল মৃদু হেসে বললো - ট্রেন্ডার জমা হলো - পাশ হলো - আসলে তারাই এই কাজ পেয়ে থাকে গত ৮ বছর - তারা সিমেন্ট আর দিয়ে প্লাস্টার করে নতুন করে চুন-কাম করে দিলো ঘড় গুলো - ব্যাস ২০০০-৩০০০ টাকা খরচ করলো ! আমি বললাম আঙ্কেল ১% এইহা তো কল্পনাওও করিতে পারি নাই - এওওও সম্ভব !! (আপনি কত পেয়েছিলেন বলে আর লজ্বা দিতে সাহস হয় নাইক্কা লু টাইপের অবস্থা ) - তবুও এই দেশ এগিয়ে যাচ্ছে ! - সরকারে যদি ৩৩% কাজ করে তাহলেই আমাদের দেশ অনেক উন্নতি হবে - তিনি নিজেই বলল - আমি অবাকিত তার মুখে নীতি কথা কেম্বায় !! তবুও আমি চুপ ! ( দুঃখিত কারো সাথে মিলে গেলে এইটা পুরাই কাকতালীয় - কারন ইঞ্জিনিয়া আঙ্কেল ফেইসবুক চালায় না তো ব্লগ গুতাইবো কিল্লাই )  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.