সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল। ফটো এডিটিং এর কথা উঠলেই আমাদের মনে সবার প্রথমে যার কথা মনে আসে -ফটোশপ। মানে এডোবের ফটোশপ- Adobe photoshop. আমরা সবসময় এটা ব্যবহারেই অভ্যস্ত। কিন্তু আমরা কয়জনে এটা কিনে ব্যবহার করি বলুনতো ? আপনি বলতে পারেন- অমুক দোকানদারের কাছ থেকে আমি এটা ১০০ টাকায় কিনেই তো ব্যবহার করছি !
আপনি Adobe এর অফিসিয়াল সাইটে গিয়ে দেখুনতো -Adobe Photoshop এর কত দাম আছে ? তখন আপনার নিজের ঐ ১০০ টাকার কথা শুনে আপনার নিজেরই হাসি পাবে। সুতরাং এই সফটওয়্যার গুলো কতটা দামি সেটাই ভাবুন একবার।
আর আপনি ব্যবহার করছেন চুরি করে। এখন যদি চুরি করাটা কোনো ব্যাপার নয় এটা মনে মনে মেনে নিতে পারেন তবে আমার কিছু বলার নেই। তবে সেক্ষেত্রে একটা কথা আছে--কেউ আপনাকে চোর বলে ডাকলেও আপনি কিন্তু রাগ করতে পারবেন না।
চুরি করে বা অপরের জিনিস বিনা অনুমতিতে ব্যবহার করাটা কতটা অসম্মানের সেটা একটু বাস্তব জগতে ঘটলে অবশ্যই বুঝতে পারবেন।
তার চেয়ে "নিজ হাতে গড়া মোর কাচা ঘর খাসা' হলে খারাপ কোথায় ? কেউতো আপনাকে চোর বলবে না।
আর তারপর যদি সেই বাড়ি সুন্দর করে সাজাতে পারেন তবে তো কথায় নেই।
সেইরকম ফটোশপের একটা দারুণ শক্তিশালী বিকল্প হলো ইঙ্কস্কেপ। এটা একটা open source software. সাইজ মাত্র ৩৬ এম.বি। তবে মুক্ত সফটওয়্যার মানে এরকম মনে করার কোনো কারণ নেই -খারাপ। একটা উদাহরণ দিলেই বিষয়টা আপনার কাছে কিছুটা পরিষ্কার হবে-দেখুন সব চিত্রপরিচালক কন্তু বানিজ্যিক ছাবি বানান না ।
কিন্তু বানিজ্যিক ছবিতেই লাভের পরিমান সবচেয়ে বেশি। কিছু পরিচালক লাভের চিন্তা না করে সুন্দর সুন্দর আর্টফিল্ম আমাদের উপহার দেন।
কেন ? তাদের তো লাভের কিছু নেই, তাহলে তারা এটা করেন কেন ? শিল্পের জন্য। মানুতের জন্য। তেমন open source software গুলোও কিছু শিল্পপাগল ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো পাগল কিছু মানুষ , মানুষের জন্য খেটে তৈরি করে চলেছেন।
ইঙ্কস্কেপ এরই ফসল । অসম্ভব শক্তিশালী। নিজে ব্যবহার করলেই দেখতে পাবেন। সবচেয়ে বড় কথা এই সফটওয়্যারটি আপনাকে চোরের মতো ব্যহার করতে হবে না। আপনাকে এর উন্নতি কল্পে মালিকানাও দেওয়া হয়েছে।
আপনি যদি সফট ওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তবে আপনি এটির ডেভেলপও করতে পারবেন। তবে শর্ত হল আপনাকে উন্নত করা সফটওয়্যারটির সোর্সও উন্মুক্ত রাখতে হবে।
চলুন কতগুলো স্ক্রীনসট দেখাই-তাহলে এর পরিচয় আপনার কাছে উন্মুক্ত হবে
দেখুন এটা একটা বিলিয়ার্ড বলের ছবি। কি মনে হচ্ছে ফটো তোলা ? মোটেই ফটো তোলা নয় । কিভাবে এটা তৈরী করা হয়েছে তার একটা স্ক্রীনসট দেখাই-
বিশ্বাস হলতো ? তবে এটা অপটু হাতে তৈরী।
পটু লোকের হাতে পড়লে আরো কতটা সুন্দর হয়ে উঠত এই ছবি একবার ভাবুন তো ?
এই দেখুন ডাউনলোড বাটন।
না সত্যি সত্যি এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া নেই। এটাও কিন্তু ইঙ্কস্কেপে তৈরি।
জানিনা আপনাদের মনে চুরির প্রতি কতটা বিতৃষ্ণা জাগাতে পারলাম।
যদি মনে হয় চুরি করা সফটওয়্যার আর ব্যবহার করব না ,তবে ডাউনলোড সহ টিউটোরিয়ালের লিঙ্ক দিলাম-দেখতে পারেন-
ইঙ্কস্কেপে আঁকাআঁকি
পুনশ্চ : এই লেখকের আর একটি সুন্দর পোস্ট আপনি সামুতে পাবেন।
উনি এখনো সেফ হননি বলে আমি এখনে লিঙ্কটি দিলাম। বলা বাহুল্য এই পোস্টটি পড়ে আমার একটা গুরুতর সমস্যার সমাধান হয়েছে- আমি কপি প্রটেক্টেড সাইট থেকে অনায়াসে গুরুত্বপূর্ণ জিনিস কপি করতে পেরেছি । প্রয়োজন মনে করলে দেখতে পারেন-
যেকোন ওয়েবপেজকে PDF এ সেভ করুন অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে এবং ইন্টার্নেট ডেটা খরচ ছাড়াই
ভালো থাকুন। আবার দেখা হবে।
ফেসবুকে আমি - ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।