আমি প্রতিদিন বড় রাস্তায় রিকশা থেকে নেমে যাই, বাকি রাস্তা পায়ে হেটে বাসায় ফিরি। এটুকু রাস্তা হাটে ভাল-ই লাগে, আপন মনে কথা বলতে বলতে ফিরি। গলির মুখে ঠুকতে-ই current চলে গেল, আপন মনে হেটে যাচ্ছি, হঠাত আকাশের দিকে চোখ যেতেই দেখি একটা fallen star. মনে পরল fallen star দেখলে কিছু চাইতে হয়, কোথা-থেকে মাথায় আসল জানি না, মনে হ্ল একবার যদি দেখা হত, জানতে পারতাম কেমন আছে। মোবাইল নাম্বারটা মনেই ছিল, গত পাঁচ-ছয় বছর কখনো ফোন করতে ইচ্চে করেনি চাইলে-ই একটা রিং করে দেখতে পারি, আগের নাম্বারে আছে কি না। fallen star দেখে ওর কথাই কেন মনে পরবে, আজ এতদিন পর।
তবে কি আমার অবচেতন মন এখনও ওকে-ই খোঁজ় করছে, কি করে খোঁজ পাব। পুরোন চিঠি গুলো ঘাটা-ঘাটি করলে বাসার ঠিকানা পাওয়া যাবে, টিএণ্ডটি নাম্বারও পাওয়া যাবে। কিন্তু আমারতো ওর মোবাইল নাম্বারইতো মনে আছে, চাইলে-ই ফোন করে দেখতে পারি। কিন্তু কেন যেনো ফোন করতে ইচ্ছে করছে না, একবার যখন ওর কথা মনে পড়ে গেল দেখি না কি হয়।
মনি হটা্ৎ করে চিৎকার করে উঠল...আমার কেম্যেরা কই?শুরু হয়ে গেল তার চিৎকার চেচামেচি,আসলেই ওর ম্যেনুয়েল কেম্যেরাটা পাওয়া যােচছ না।
কই গেল কেম্যেরাটা? সিএনডজি ঘুরাতে বললাম, ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।