আমাদের কথা খুঁজে নিন

   

কথাবার্তায় স্মার্টনেস!!

......... স্মার্ট ক্যারিয়ার গড়তে শুধু পুঁথিগত বিদ্যা নয় প্রয়োজন নিজস্ব জ্ঞান। এগুলোর মধ্যে সুন্দর করে মার্জিতভাবে কথা বলা অন্যতম। আপনার সুন্দর এবং মার্জিত একটি কথা ক্যারিয়ারকে পৌঁছে দিতে পারে আপনার আকাঙ্খিত লক্ষে। সুন্দর কথা : সুন্দর কথা মানে সুবচন, সদালাপ, সুভাষণ, মিষ্টিবাক্য, প্রিয়বচন প্রভৃতি। যিনি সুন্দর কথা বলেন তাকে বলা হয় সুভাষী, সদালাপী, প্রিয়ভাষী ইত্যাদি।

অসুন্দর কথা : সুন্দর কথার পাশাপাশি জেনে নিন অসুন্দর কথা আসলে কি? অসুন্দর কথা হলো- কটুবাক্য, দুর্বচন, কড়া কথা, পরচর্চা, অপকথা, বাঁকা কথা, গালি, উপহাস, অবজ্ঞা, অপবাদ ইত্যাদি। আপনার সুন্দর কথার মাধ্যমেই শ্রোতা হতে পারে বিমুগ্ধ ও বিমোহিত, আপনি হতে পারেন সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব। তবে কেন নয় সুন্দর কথা? যারা সুভাষী কিংবা সুবক্তা, তারা এ গুণের অধিকারী হন তাদের ভাষাশৈলীতে, বাচনভঙ্গিতে, কথার সহজ ও সরলতা এবং বাক মধুরতায়। আপনিও হতে পারেন প্রিয়ভাষী কিংবা প্রিয়ভাষিণী। তবে- * যে কোনো কথা সহজভাবে বলার চেষ্টা করুণ।

বাঁকা কথা এড়িয়ে চলুন। ভাষার জটিলতা পরিহার করুন। * হাসিমুখে কথা বলার চেষ্টা করুণ। তবে সবসময় অতিরিক্ত হাসবেন না। * সুন্দর সুন্দর শব্দ চয়ন করুন, মাতৃভাষাকে ভালোভাবে জেনে শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করুন ।

* অপরের কৃতিত্বের জন্য প্রশংসা করুন। * ভাষার আঞ্চলিকতা পরিহার করতে চেষ্টা করুন। * কারোর সম্পর্কে মিথ্যা বলবেন না এবং কাউকে না জেনে অপবাদ দেবেন না। * কথাকে সুন্দর, চমৎকার ও আকর্ষণীয় করুন। আর সুন্দর কথা বলার জন্য কথার ধরন পাল্টে ফেলুন।

কথাকে ওভাবে নয়, এভাবে বলুন। যেমন- ক. ‘আপনি কিছুই জানেন না’-এর পরিবর্তে বলুন ‘আপনি অনেক কিছু জানেন। ’ খ. ‘এখন কথা বলার সময় নেই’-এর পরিবর্তে বলুন ‘আপনার সঙ্গে পরে কথা বলব। ’ গ. ‘আমি ভুল করিনি’-এর পরিবর্তে ‘আমার ভুল হতে পারে। ’ ঘ. ‘এ কাজ তুমি পারবে না’-এর পরিবর্তে ‘তোমার পক্ষে এ কাজ করা অসম্ভব।

’ সুত্র!!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.