আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাঙ্গেলোপোলাসের মুখোমুখি

ঘর! ফেরা হয়নি আমার ঘর! কয়েক বছর আগের কথা। আব্বাস কিয়ারোস্তামীর ছবিগুলো দেখে মাথার তার-টার ছিড়ে গ্যাছে, তার এটা অনুবাদ করি তো ওটা নিয়ে তুমুল ডিসকাশন, স্টাডি সার্কেলের ঘুম ঘুম অসংখ্য বিকেল কিয়ারোস্তামীকে সমর্পিত। এসবের ভীড়েই হঠাৎ নামটা সামনে আসে – থেও অ্যাঙ্গেলোপোলাস। গ্রীক চলচ্চিত্র নির্মাতা। কিয়ারোস্তামী যে ধরনের চলচ্চিত্রে বিশ্বাসী সেই একই ধারার আরেকজন হিসেবে তাকে চেনা, জানলাম বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের সেরাদের তালিকায় অ্যাঙ্গেলোপোলাসকে অনেক আগে থেকেই গণ্য করা হয়।

পাম ডে ওর জেতা এই পরিচালক তার কাব্যিক ভঙ্গিমা ও নান্দনিকতার যে প্রয়োগ সিনেমাগুলোয় দেখিয়েছেন তা গ্রীসের গোলযোগময় রাজনৈতিক ইতিহাসের প্রতিবিম্ব হয়ে ফুঁটে ওঠে। গত বছর (২০১২তে) ২৬ জানুয়ারি যখন তার মৃত্যু সংবাদ পাই বিশ্বাস করতে পারি নাই। সর্বশেষ পরিচালিত ‘দ্যা আদার সী’ ছবির শুটিঙের মাঝেই একটা অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। ২০১১ তে তার সিনেমার ডিভিডি প্রকাশের প্রাক্কালে ছোট একটা সাক্ষাতকার তিনি দেন সিনেফিল নামক একটা ব্লগে। সেটির ভাবানুবাদের মত কিছু একটা নিয়ত মন্তাজের জন্য দিলাম।

নিচের লিংক অনুসরন করুন>>> Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।