আমাদের কথা খুঁজে নিন

   

নবীন লেখক সমাবেশ ২০১২-এ পুস্তক প্রর্দশনী ও বিক্রয় করবার নিয়মাবলীঃ-

আগামী ১৮ই মে বিকাল ৩ টা ৫০ মিনিটে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে (নীচতলা) অনুষ্ঠিত হতে যাচ্ছে “নবীন লেখক সমাবেশ ২০১২”। প্রবীণ লেখক ও প্রকাশকদের সাথে নবীন লেখকদের মেল বন্ধনের উদ্দ্যেশেই আমাদের এই উদ্যোগ। এই সমাবেশের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হল নবীন লেখকদের পুস্তক প্রর্দশনী ও বিক্রয়। নবীন লেখক সমাবেশ ২০১২-এ পুস্তক প্রর্দশনী ও বিক্রয় করবার নিয়মাবলীঃ- ক) পুস্তকটি অবশ্যই ২০১১ বা ২০১২ ইং সালে প্রকাশিত হতে হবে। খ) পুস্তকের ধরণ- গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ ও লিটিল ম্যাগ।

গ) ১৮ই মে সকাল ১০ টা থেকে ৩ টা ৫০ মিনিটের মধ্যে মিলনায়তনের সামনে অবস্থিত আমাদের প্যাভেলিয়নে বই জমা দিয়ে লিখিত রশিদ গ্রহণ করতে হবে। এবং সমাবেশ শেষে উক্ত রশিদ প্রর্দশন করে বিক্রিত বইএর পয়সা এবং অবিক্রিত বইসমুহ বুঝিয়ে নিতে হবে। জমাকৃত বই অবশ্যই সমাবেশ শেষে ১৮ তারিখেই ফেরৎ নিতে হবে। অন্যথায় উক্ত বইএর দায় দায়িত্ব আয়োজক বহন করবে না। ঘ) পুস্তক প্রর্দশনী ও বিক্রয় বিকাল ৩ টা ৫০ থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে।

ঙ) একজন লেখক একাধিক বই জমা দিতে পারবেন। এবং প্রতিটি বইএর সর্বোচ্চ ৫টি কপি জমা দিতে পারবেন। চ) যারা ঢাকার বা দেশের বাইরে আছেন তারা তাদের নিজেস্ব প্রতিনিধির মাধ্যম্যে বই পাঠাতে পারবেন। সেক্ষেত্রে যে কোন প্রকার জটিলতা এড়ানোর জন্যে মূল লেখকের একটি লিখিত পত্র আমাদের কাছে জমা দিতে হবে। সেই পত্রে অবশ্যই লেখকের নাম, ঠিকানা, ফোন নম্বর ও ই-মেইল এ্যড্রেস সংযুক্ত থাকতে হবে।

ছ) প্রতিটি বই র্নিধারিত মূল্যের ২৫% ডিসকাউন্টে বিক্রয় করা হবে। জ) যেহেতু লেখকদের পাশাপাশি প্রকাশকরাও এই আয়োজনে অংশগ্রহণ করবেন, তাই আপনার প্রকাশিত বইটি নিয়ে আপনি নিজে নাকি আপনার প্রকাশক অংশগ্রহণ করবেন, এই বিষয়ে যে কোন প্রকার জটিলতা এড়ানোর জন্যে আপনাকে আপনার প্রকাশকের সাথে যোগাযোগের জন্যে অনুরোধ জানানো যাচ্ছে। কারণ একই বই একাধিক পক্ষ থেকে জমা নেয়া হবে না। ঝ) লেখক ও প্রকাশকরা যাতে তাদের পাঠকদের সাথে মত বিনিময় করতে পারেন তার সুব্যবস্থা থাকবে। ঞ) আমাদের প্রকাশিতব্য স্যুভেনিরে কেবল মাত্র যারা পূর্ব নির্ধরিত ৪ মে এর মধ্যে যোগাযোগ করেছেন তাদের বই-ই সংযোজিত হবে।

আমাদের এই আয়োজনে আপনার ও আপনার প্রকাশিত বইএর উপস্থিতি কামনা করছি। ইহতিশাম আহমদ টিংকু আহবায়ক পুস্তক প্রর্দশনী ও বিক্রয় উপকমিটি নবীন লেখক সমাবেশ ২০১২ আরো জানতে চাইলে 01911676197 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।