আমাদের কথা খুঁজে নিন

   

কাচকুমারীর দিঘি

ছন্দহীন জীবন বড়ই নীরস আমার ছবি দেখাচ্ছিলো স্বচ্ছ দিঘির আয়নাজল যখন তাতে দেখতে পেলাম আমার কালো বক্ষতল আমার নিজের প্রশ্ন তোলার আগেই দিঘি বললো, ‘দ্যাখ! তুই-আমি যে সৃষ্টি হলাম, দুইজনেরি উৎস এক দুইজনেরি উৎস পানি; তুই তবে এই বিরূপ রূপ কোথায় পেলি বল তো দেখি; রোস নে চুপ’ ‘অভিন্ন সেই প্রশ্ন আমার’--জবাব দিলাম দিঘির প্রতি তখন দিঘি কথায় দিলো একটু যতি কয়েক মিনিট দুললো ঢেউয়ে দিঘির পানি এরপরে সে চালিয়ে গেলো তার জবানি-- এই আমি বা আমরা তখন পবিত্রতায় পূর্ণ থাকি ভূগর্ভ বা ঝরনা থেকে যখন বেরোই জানিস তা কি? পরের ধাপে সাগর-নদী পায় যখনি তোদের ছোঁয়া মানবহাতের কলুষছোঁয়া হয় দূষিত ময়লাধোয়া আমার কি সেই এক কারণেই আজ এ দশা? আর তবে কী? ময়লাহাতের ময়লা ছোঁয়া ময়লা ঘষা ময়লা করে সবকিছুকে--খুব স্বাভাবিক এটাই তো ঠিক কিন্তু দিঘি, স্বচ্ছ দিঘি, তোমার না হয় কাচকুমারীর পবিত্রতা আজ অবধি রাখছে ধরে তোমার পানির এ স্বচ্ছতা কিন্তু আমি? মানুষ নিয়ে নিত্য চলি নিত্য ঘামি তাদের ছোঁয়া লাগবে আমার শরীরজুড়ে এসব থেকে কেমন করে থাকবো দূরে? লাগাস তবে খেয়াল রাখিস হাতটা যেন না হয় কালো কেমন করে বুঝবো যে কে কখন কোথায় হাত লাগালো? আমার মতো স্বচ্ছহৃদয় আয়নাহৃদয় পারলে হতে হাজার হাতের ছোঁয়ার স্রোতে দেখবি বোঝা অনেক সোজা আয় তাহলে ডুব দিয়ে যা আমার এমন আয়নাজলে তবে স্বচ্ছতাকে নিত্য ধরে রাখতে হবে তুই তো জানিস কীসব দোষে অন্তরে হয় কালসিটে দাগ সেসব থেকে খুব দূরে থাক সাথে সুস্থিরতা আর ঋজুতা থাকলে ছবি সঠিকভাবে দেখতে পাবি সে আয়নাতে ***কাজী ফাতেমার এই পোস্টের সূত্র ধরে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.