আমাদের কথা খুঁজে নিন

   

"খিড়কী থেকে সিন্ধুদুয়ার.. এই তোমাদের পৃথিবী.." ~হেমন্ত মুখোপধ্যায়

অনেকটা পথ হেঁটে এসে, হয়নি হাঁটা তোমার পাশে .... .... .... .... জানালাটা'য় মাথা রেখে, ঘুমিয়ে পরি গল্প শেষে.... খিড়কী থেকে সিন্ধুদুয়ার.. এই তোমাদের পৃথিবী.... এর বাইরে, জগত আছে, তোমরা.. মানো না... তোমাদের.. কোনটা হাসি? কোনটা ব্যাথা? কোনটা প্রলাপ? কোনটা কথা? তোমরা নিজেই জানো না.. এর বাইরে, জগত আছে, তোমরা.. মানো না... তোমরা নিজেই জানো না.. খিড়কী থেকে সিন্ধুদুয়ার.. এই তোমাদের পৃথিবী.... তোমরা.. পায়রা ওড়াও, বাজি পোঁড়াও.. কপালে আগুন দিয়ে, মন ও পোঁড়াও..(২) তোমাদের.. কোনটা বাসর? কোনটা হরেন? কোনটা নেশা? কোনটা যে প্রেম? তোমরা নিজেই জানো না.. এর বাইরে, জগত আছে, তোমরা.. মানো না... তোমরা নিজেই জানো না.. খিড়কী থেকে সিন্ধুদুয়ার.. এই তোমাদের পৃথিবী.... জানলা'র ঝিলমিলিটার, পাখি তুলে.. তোমরা তাকাও, শুধু চোখের ভুলে..(২) তোমাদের.. কোনটা আসল? কোনটা নকল? কোনটা শুধুই জবর দখল? তোমরা নিজেই জানো না.. এর বাইরে, জগত আছে, তোমরা.. মানো না... তোমরা নিজেই জানো না.. খিড়কী থেকে সিন্ধুদুয়ার.. এই তোমাদের পৃথিবী.... এর বাইরে, জগত আছে, তোমরা.. মানো না... তোমরা নিজেই জানো না.. তোমরা নিজেই জানো না..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।