আমাদের কথা খুঁজে নিন

   

ন্যূ ক্যাম্পে গার্দিওলার শেষ ম্যাচে মেসির চার গোল উপহার

আমি খুবই সাধারণ বার্সেলোনা ৪-০ এস্পানিওল --মেসির সামনে ২টা মাইলস্টোনের কথা উল্লেখ করেছিলাম ম্যাচ শুরুর আগে। Meillat Mohammad তখন বলেছিলেন "আমার মনে হয় আজকেই ৪ গোল করবে। " এবং সত্যি সত্যি মেসি তাই করল। !!!! --লা লিগা ইতিহাসে প্রথম প্লেয়ার হিসাবে এক মৌসুমে গোলের হাফ সেঞ্চুরীর রেকর্ড করলেন। --বিশ্বের সব ধরনের প্রতিযোগিতা মিলে এক মৌসুমে ৭০ গোলের রেকর্ড ভেঙ্গে ৭২ গোল করে বিশ্বরেকর্ড করলেন।

--আজকের হ্যাট্রিকে লা লিগায় এই মৌসুমে ৮ হ্যাট্রিক করে এক মৌসুমে সর্ব্বোচ্চ হ্যাট্রিকের রেকর্ড করলেন। --এক মৌসুমে ৩ ম্যাচে ৪ বার তার অধিক গোলের রেকর্ডও করলেন লিও মেসি (পেপ গার্দিওলাকে বিদায় জানাতে বার্সা আজ GRACIES PEP নামে কয়েক মিনিটের একটা ভিডিও চিত্র দেখায় মাঠে খেলার শেষে। গার্দিওলা সহ বার্সা দলের সবাই মাঠ দাড়িয়েই উপভোগ করে তাদের গত ৪ বছরের অর্জনের টুকরো ছবি। তারপর গার্দিওলাকে মাঠের মাঝখানে নিয়ে কিছুক্ষন উৎসব করে। এই ক্লাব জানে কিভাবে সবকিছুকে উপভোগ করতে হয়।

তাই ক্লাবের স্লোগান=মোর দ্যান এ ক্লাব) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।