আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।" হাত দিয়ে টানতে টানতে মাথায় চুল হয়েছে আধেক,অতি-শাইনিং মুখে পড়েছে দাগ, তবুও ঠোঁট ফুলিয়ে পাড়া মাতাল, ভুল-কাজলে ভ্র-শেষ, চোখ হয়েছে ধু ধু চাতাল। ঘষতে ঘষতে নখেরা বিরক্ত, চামড়া হয়েছে খসখসে গন্ডার, দুর ছাড়..দুর ছাড়। কানে ঝুলে কোয়েলের ডিম, ফাস্টফুডে দিনে দিনে হচ্ছে ভীম, এফ. এম. এর জ্বালায় কানের পোকা মরছে বিষপানে, মনের দুষ্টু পাকে গোপন এম এম এস, সিরিয়্যাল, প্রিয়তা মোবাইলসীমে। ড্রেসিং টেবিল হয়েছে ম্যানহাটন, আয়নায় টিপ গুলো আছে অপশনের অপেক্ষায়, ম্যাচিং এ পড়ে জুতা ব্যাগের হয়েছে কাশ, দিন শেষে ফেইস ওয়াস বলে, " শুধু কেন আমার ই সর্বনাশ"! মনে বলে বয়ফ্র্যান্ড হবে ফটোগ্রাফার তুলবে ফটো হাজার হাজার, দুবদুবিয়ে হারিয়ে যাবো, ছুটবে বেঘোরে পালসার। ফেইস বুক স্টাটাস, "আমি নাই"! অমনি ঊনপঞ্চাশের লাইক, বত্রিশ জন সুইসাইডে, সাড়ে তিনজন নিখোজ, বাহ চমৎকার ফ্রি-ভোজ। অভিবাবকের জিডি রোজ রোজ। চাইনিজে চাউমিন স্যুপ, পার্কে অন্ধকার ঝুপ, জিন্সের প্যান্ট আর নুপুর , এ যেন এক বজ্র দুপুর, উচু নিচু বন্ধুর,দিন কাটছে কাটুক, সন্ধায় ক্লাবে, নানান আলোর ল্যান্সে, ওরনা সারাদিন শুকাবে চিলেকোঠায়। গ্রীষ্মের চোটে কাক উঠলো নেয়ে, সুতরাং দস্যি মেয়ে...!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।