আমাদের কথা খুঁজে নিন

   

২য় বিশ্বযুদ্ধ নিয়ে তৈরী সর্বকালের সেরা ১০০ টি চলচ্চিত্র +ডাউনলোড লিংক সহ : যুদ্ধবিলাস সিরিজ

আমি কিছুই না..... আবার অনেক কিছু । জাপান ১৯৩৭ সালেই চীন আক্রমন করেছিল । কিন্তু ২য় বিশ্বযুদ্ধের আসল শুরু টা করেছিল জার্মানী পোল্যান্ড আক্রমন করে ১৯৩৯ সালে । যা শেষ হয় ১৯৪৫ সালে । মূলনায়ক ছিলেন জার্মানির ফুয়েরার, এডলফ হিটলার ।

থেমে ছিল না চলচ্চিত্র প্রতিষ্ঠান গুলো । বিভিন্ন রূপে একই পটভূমি তে তৈরী করে গেছেন ঐতিহাসিক সব চলচ্চিত্র । স্পিলবার্গ, পোলানস্কি, হিচকক এর মত পরিচালকেরা তৈরী করেছেন ২য় বিশ্বযুদ্ধ নিয়ে চলচ্চিত্র । ব্যাপার টা চিন্তা করেই আমার এই সামান্য চেষ্টা । ১০০ টি সেরা চলচ্চিত্র তালিকা করা যেখানে থাকবে টপ লেভেলের মুভি গুলো ।

এজন্য প্রধান্য দিয়েছি কয়েকটি জিনিষ কে, যা না বললেই নয় । আইএমডিবির রেটিং এবং রোটেনটম্যাটোর ক্রিটিক্যাল রেটিং । দুটোর গড় এক্ষেত্রে প্রচন্ড সাহায্য করে একটি মুভি কে মূল্যায়নের ব্যাপারে । পটভূমি যদিও এক, যুদ্ধ তবুও এতে আছে অনে বৈচিত্র। আছে রোমান্স, আছে হলোকাস্ট এর মত নৃশংসতা ।

আছে হিটলারের শেষ দি গুলো। আছে কমেডি । আছে বেচে যাওয়ার কাহিনী । চেষ্টা করেছি দুইলাইন লিখতে । সাথে ডাউনলোড লিংক দিয়েছি ।

কোন সমস্যা হলে জানাতে পারেন । 1. Grave of the Fireflies (1988) ২য় বিশ্বযুদ্ধে এক তরুন বালক এবং তার ছোট্ট বোন কে নিয়ে বেচে থাকার গল্প নিয়ে এই এনিমেশন ফিল্ম। IMDb : ৮.৪ rottentomatoes : ৯৬% টরেন্ট লিংক ২. A Matter of Life and Death (1946) ফ্যান্টাসি ফিল্ম। স্বর্গীয় আদালতে এক বৈমানিকের বিতর্ক তার জীবনের জন্য । ১৯৪৬ সালে এরকম আইডিয়া অত্যন্ত বিস্ময়কর।

IMDb : ৮.১ rottentomatoes : ৯৫% টরেন্ট লিংক ৩. Rome, Open City (1945) রোমের বিদ্রোহী এক নেতা তে খুজতে শুরু করে গেস্টাপো অফিসার রা । বিদ্রোহী ওই নেতার সাহায্য প্রার্থনা এবং অবশেষে বিশ্বাসঘাতকতার সম্মুখিন হয় । IMDb : ৮.২ rottentomatoes :১০০% [রেকর্ড] টরেন্ট লিংক ৪. Cross of Iron (1977) জার্মান সৈন্যদের ভেতর এক প্রুশিয়ান কমান্ডারের একমাত্র স্বপ্ন থাকে আয়রন ক্রস পাবার তার বীরত্বের জন্য। হলিউডে এরকম জার্মানদের জন্য সিমপ্যাথিটিক্যাল মুভি খুব কমই দেখা যায়। IMDb : ৭.৫ rottentomatoes : ৮০% টরেন্ট লিংক ৫. Kanal (1957) এক পোলিশ প্যাট্রিয়টের অভিজ্ঞতা থেকে তৈরী মুভি, যে ওয়ারশ যুদ্ধে ১৮ বছর বয়সে অংশ নেয়।

IMDb : ৭.৯ rottentomatoes : ১০০% টরেন্ট লিংক ৬. Went The Day Well? (1942) ইংল্যান্ডের একটি গ্রাম দখল করে নেয় ছদ্মবেশী জার্মান সৈন্য রা । IMDb : ৭.৬ rottentomatoes : ১০০% [রেকর্ড] টরেন্ট লিংক ৭. The Big Red One (1980) একজন সার্জেন্ট এবং তার কোরের সৈন্যদের বিশ্বযুদ্ধে সারভাইভ করার গল্প। শুধু ২য়বিশ্বযুদ্ধ নয়, এটা যুদ্ধের ওপর তৈরী চলচ্চিত্রের ভেতর অন্যতম বলে ক্রিটিক রা মন্তব্য করেন । IMDb : ৭.৩ rottentomatoes :৯১ % টরেন্ট লিংক ৮. Ballad of a Soldier (1959) ২য় বিশ্বযুদ্ধের সময় ১৯ বছর বয়সী এক তরুন যুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য পুরুষ্কার স্বরূপ একটি মেডেল পায়। কিন্তু সে মেডেলের পরিবর্তে কয়েকদিনের ছুটি চায় যাতে সে দেখা করতে পারে তার মায়ের সাথে ।

যাওয়ার পথে পরিচয় হয় তার এক তরুনীর সাথে, যার প্রেমে পড়ে যায় তরুনটি। IMDb : ৮.২ rottentomatoes : ১০০% টরেন্ট লিংক ৯. The Thin Red Line (1998) পরিচালক টেরেস মালিক জেমস জোনস এর অটোবায়োগ্রাফির ওপর ভিত্তি করে মুভি টি বানান । যেখানে ফোকাস করা হয়। Click This Link IMDb : ৭.৬ rottentomatoes : ৭৮% টরেন্ট লিংক ১০. Saving Private Ryan (1998) ছবিটি নামের শুরু তে একটি ট্যাগ লাগিয়ে দিতে হয় । এপিক ।

স্পিলবার্গের এই মুভি দেখেনি খুব কম মানুষ আছে । প্রাইভেট রায়ান কে খুজতে থাকে ইউএস আর্মির একটি ট্রুপস তার ভাইয়ের মৃত্যুসংবাদ দিতে । IMDb : ৮.৫ rottentomatoes : ৯৩% টরেন্ট লিংক ১১. Bridge on the River Kwai (1957) ডেভিড লীনের এই ছবি। আরেকটি এপিক। আমেরিকান এক কর্নেলের জাপানীজদের সহযোগীতা সেতু তৈরীতে এবং সাথে ধ্বংসের বিভিন্ন কৌশল নিয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এই মুভি ।

IMDb : ৮.৪ rottentomatoes : ৯৬% টরেন্ট লিংক ১২. Army of Shadows (1969) জার্মান কতৃক ফ্রান্স দখলের সময় এক সিভিল ইঞ্জিনিয়ার কে ধরিয়ে দেয় এক বিশ্বঘাতক এবং সে খুজে বের করে সেই বিশ্বাসঘাতক কে । IMDb : ৮.২ rottentomatoes : ৯৭% টরেন্ট লিংক ১৩. Attack (1956) যুদ্ধশেষের দিনগুলো তে দুই সেনা কর্মকর্তার অন্ত:দন্দ্ব এবং প্রতিশোধের গল্প। IMDb : ৭.৫ rottentomatoes : টরেন্ট লিংক ১৪. Listen to Britain (1942) পরিচালক হামফ্রে জেনিংস ২য় বিশ্বযুদ্ধচলাকালীন সময়ে ব্রিটেনের চিত্র তুলে ধরেছেন । বলা হয় এজন্য তিনি ব্রিটেনের বিভিন্ন জায়গায় দিনের পর দিন পর্যবেক্ষন করে গেছেন । IMDb : ৭.২ rottentomatoes : টরেন্ট লিংক ১৫. Shoah (1985) অসাধারন একটি ডকুমেন্টারি ।

পরিচালক এখানে ২য় বিশ্বযুদ্ধে বেচে যাওয়া, প্রত্যক্ষ্যদর্শী এমনকি এক্স-নাজী কর্মকর্তাদেরও সাক্ষাৎকার নেন । ফুটিয়ে তোলেন জেনোসাইডের চিত্রপট। তিনি এখানে ২য় বিশ্বযুদ্ধের কোন আর্কাইভের ভিডিও ব্যাবহার করেননি । IMDb : ৮.১ rottentomatoes : ১০০% [রেকর্ড] টরেন্ট লিংক ১৬. Hangmen Also Die! (1943) নাজী এডমিনস্ট্রেটর কে হত্যা করে পালিয়ে বড়ানো এসাসিনের কাহিনী । IMDb : ৭.৬ rottentomatoes : নেই টরেন্ট লিংক ১৭. To Be or Not To Be (1942) জার্মান কতৃক পোল্যান্ড দখলের পর , একটি নাট্যদল জড়িয়ে পরে এক পোলিশ সৈন্যের সাথে জার্মান স্পাই দের খুজে বের করতে ।

IMDb : ৮.২ rottentomatoes :৯৭ % টরেন্ট লিংক ১৮. The Dirty Dozen (1967) একজন ইউএস মেজর একদল সাজাপ্রাপ্ত খুনী দের প্রশিক্ষন এবং নির্দেশনা দিতে থাকে । তারা হয়ে ওঠে দূধর্ষ একদল গুপ্তঘাতক, যারা নাজী কর্মকর্তাদের হত্যার মিশনে নামে । IMDb : ৭.৮ rottentomatoes : ৯৫% টরেন্ট লিংক ১৯. Hell In The Pacific (1968) মজার একটি মুভি । ২য় বিশ্বযুদ্ধের সময় একটি দ্বীপে আটকা পড়ে এক আমেরিকান ও জাপানিজ সৈন্য। যারা কিনা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে আসছিলো ।

কিন্তু বেচে থাকার তাগিদে তারা সমঝোতায় পৌছানোর চেষ্টা করে । মুভিটিতে একটা সূক্ষ উদ্দ্যেশ্য আছে যুদ্ধের পঙ্কিলতা বুঝানোর । IMDb : ৭.৩ rottentomatoes : ৮০ % টরেন্ট লিংক ২০.Mrs. Miniver (1942) মধ্যবিত্ত এক ব্রিটিশ পরিবারে গল্প । জার্মান বম্বিং থেকে পরিবার কে রক্ষার চেষ্টায় এক নারীর গল্প। IMDb : ৭.৭ rottentomatoes : ৯১% টরেন্ট লিংক ২১. The Great Escape (1963) প্রিজনার দের কৌশল এবং প্লান যা দিয়ে তারা জার্মান ক্যাম্প থেকে পালিয়ে যেতে পারে ।

IMDb : ৮.৩ rottentomatoes : ৯২ % টরেন্ট লিংক ২২. Mephisto (1981) জার্মান স্টেজ আর্টিষ্ট এর কাহিনী । সে তার সাফল্যের চূড়ায় ওঠে ২য় বিশ্বযুদ্ধের সময় । কিন্তু সে বুঝতে পারে তার জীবনের শেষ অভিনয় এখনও বাকি আছে । IMDb : ৭.৮ rottentomatoes : ৬৯ % টরেন্ট লিংক ২৩. Casablanca (1942) ক্যাসাব্লাঙ্কা ! যুদ্ধ ও ভালবাসর টানাপোড়ন ! ঐতিহাসিক এই ছবির বর্ননা নয় বরং দেখা টাই শ্রেয় । IMDb : ৮.৭ rottentomatoes : ৯৭ % টরেন্ট লিংক ২৪. Soldier of Orange (1977) কয়েকজন ডাচ স্টুডেন্টস দের চোখে নাজী দখলদারিত্ব, যুদ্ধের শুরু এবং স্বাধীনতা ।

IMDb : ৭.৮ rottentomatoes :১০০% টরেন্ট লিংক ২৫. Night and Fog (1955) ছবিটি জার্মান কনসানট্রেশন সেন্টারের মৃত্যু, অত্যাচার এবং অমানবিকতার ইতিহাস তুলে ধরা হয়েছে । IMDb : ৮.৬ rottentomatoes : ১০০% [রেকর্ড] টরেন্ট লিংক ২৬. Kelly's Heroes (1970) কমেডি ধাচের ছবি । একদল ইউএস সৈন্য জার্মান বর্ডার পার হয়ে একটি গোপন দলিল হাতে নিতে চায় । IMDb : ৭.৫ rottentomatoes : ৮৬% টরেন্ট লিংক ২৭. Schindler’s List (1993) এপিক। স্পিলবার্গের এই মুভি টি ২য় বিশ্বযুদ্ধের ওপর তৈরী করা মুভি গুলোর ভেতর ১-৫ এর ভেতর থাকবে ।

অস্কার শিন্ডলার যে নিজে একজন নাজী সদস্য হওয়া সত্যেও বাচাতে থাকে হাজার হাজার ইহুদী দের । অসাধারন একটি ছবি। IMDb : ৮.৯ rottentomatoes : ৯৭ % টরেন্ট লিংক ২৮. Battle of Britain (1969) ১৯৪০ সালে ব্রিটিশ রয়েল এয়ার ফোর্স জার্মান এয়ার ফোর্সের সাথে এক এপিক ব্যাটেল এ নামে ব্রিটেনের আকাশসীমা রক্ষার্থে । টান টান উত্তেজনার মুভি । IMDb : ৬.৮ rottentomatoes : ৬৩ % টরেন্ট লিংক ২৯. A Walk in the Sun (1945) ইতালী দখলের সময় এক প্লাটুন সৈন্য গর্ত করে একটি শক্তিশালী গোলাবাড়ি তৈরী করা জীবনরক্ষার্থে ।

যদিও দুশ্চিন্তা এবং ইনজুরি ছিল পাহাড়সম। দৃশ্যপট গুলো অনেক বাস্তবতার ছোয়া ছিল, যা ছবি টিকে ক্রিটিক্যালি প্রশংসিত করে। IMDb : ৭.৩ rottentomatoes : ১০০% [রেকর্ড] টরেন্ট লিংক ৩০. Europa (1991) ২য় বিশ্বযুদ্ধের পর পর এক আমেরিকান যুবক জার্মানীর রেলরোডে কাজ করে । সে গোপন করার চেষ্টা করে যে সে ইহুদী। কিন্তু তার অবস্থান রাজনৈতিক ভাবে স্পর্শকাতর এবং তাকে যেতে বিভিন্ন প্রতিকূলতার ভেতর দিয়ে।

IMDb : ৭.৭ rottentomatoes : ১০০% [রেকর্ড] টরেন্ট লিংক ৩১. Where Eagles Dare (1968) এজেন্ট রা একটি দূর্গে রেইড এর প্রস্তুতি নেয় যেখানে একজন আমেরিকান জেনেরাল বন্দী অবস্থায় আছে । IMDb : ৭.৬ rottentomatoes : ৮৮% টরেন্ট লিংক ৩২. The Diary of Anne Frank (1959) অ্যানা ফ্রাংকের ডায়েরীর কথা কে না জানে । ইহদী তরুনী যে লিখে গিয়েছিল নাৎসীদের কথা, তাদের কনসাট্রেশন ক্যাম্পের কথা । IMDb : ৭.৫ rottentomatoes :৭৫% টরেন্ট লিংক ৩৩. Letters From Iwo Jima (2006) ব্যাটল অফ আইয়ো জিমা যেখানে এক জাপানিজ সৈন্য লিখে যায় চিঠি তার স্ত্রীর জন্য । তার ভাষাতেই ক্লিন্ট ইস্টউড বানায় এই চলচ্চিত্র।

দূর্দান্ত ছবি এবং সর্বজন প্রশংসিত । IMDb : ৮.০ rottentomatoes : ৯১ % টরেন্ট লিংক ৩৪. The Cranes Are Flying (1957) যুদ্ধে ডাক পড়া প্রেমিক কে বিদায় দিয়ে নি:সঙ্গ এবং অসহায় অবস্থায় জীবন কাটানো এক নারীর জীবন কাহিনী যে একসময় ধরে নেয় তার প্রিয়সঙ্গী যুদ্ধে মৃত্যুবরন করেছে । অসংখ্য পুরুষ্কার পাওয়া চলচ্চিত্র টি যুদ্ধাবস্থায় অসহার এক নারীর গল্প। IMDb : ৮.২ rottentomatoes : ৯৪ % টরেন্ট লিংক ৩৫. Downfall (2004) এডলফ হিটলারের সর্বশেষ সেক্রেটেরির বর্ননা বার্লিনের বাঙ্কারে হিটলারের শেষ দিন গুলোর কথা । অসাধারন চলচ্চিত্র ।

IMDb : ৮.৩ rottentomatoes : ৯৩% টরেন্ট লিংক ৩৬. Escape to Victory (1981) জার্মান প্রিজনে ফুটবল খেলা হবে প্রিজনার দের সাথে জার্মান সৈন্য দের । সিলভারস্টার স্টালোন অভিনীত এই মুভি তে গ্রেট ফুটবলার পেলে ও ক্যামিও রোল করেন । কিন্তু তাদের উদ্দেশ্য শুধুমাত্র খেলা তেআই সীমাবদ্ধ থাকে না! IMDb : ৬.৩ rottentomatoes : ৬৭% টরেন্ট লিংক ৩৭. Stalingrad (1993) মূলত স্টালিনগ্রাদ হল এ জার্মান বাহিনীর বিপর্যয় এবং করুন পরাজয়ের দৃশ্য । এমন কি জার্মান রা স্টালিনগ্রাদ শব্দটি পরাজয় শব্দেরই সমার্থক হিসেবে ব্যাবহার করে। IMDb : ৭.৫ rottentomatoes :৭১ % টরেন্ট লিংক ৩৮. The Last Metro (1980) জার্মানকতৃক দখলকৃত প্যারিসের এক অভিনেত্রী বিয়ে করেন এক ইহুদি থিয়েটার মালিক কে, যাকে বাচাতে হবে জার্মান বাহিনীর হাত থেকে ।

IMDb : ৭.৪ rottentomatoes : ৮৯% টরেন্ট লিংক ৩৯. Triumph of the Will (1935) ওয়ার ডকুমেন্টারি যেখানে ১৯৩৪ সালে নাজী পার্টির কনভেনশন এবং হিটলারের ক্লাইমেটিক স্পিচ রয়েছে । IMDb : ৭.৬ rottentomatoes : ৯৪% টরেন্ট লিংক ৪০. Empire of the Sun (1987) স্পিলবার্গের চলচ্চিত্র। একটি ছোট ছেলের বেচে থাকার কাহিনী, যখন জাপান কতৃক সংহাই দখল হয় । ছোট ছেলের ভূমিকায় ছিল ক্রিশ্চিয়ান বেল । IMDb : ৭.৭ rottentomatoes : ৮২% টরেন্ট লিংক ৪১. The Dam Busters (1954) সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি ।

যেখানে ব্রিটিশ সৈনরা জার্মান ড্যামের ওপর নিখুত ভাবে বোমা ফেলার প্লান করে । ক্রিটিক্যালি প্রশংসিত একটি চলচ্চিত্র। IMDb : ৭.৩ rottentomatoes : ১০০% [রেকর্ড] টরেন্ট লিংক ৪২. Days of Glory (2006) তিনজন নর্থ-আফ্রিকান কে ফ্রেঞ্চ আর্মির সাথে যুদ্ধ করতে হয় জার্মানির বিরুদ্ধে । এটা মূলত ১৩০০০০ জন নর্থ আফ্রিকান সৈন্যদের ট্রিবিউটে তৈরী চলচ্চিত্র যারা স্বেচ্ছায় নিজের জীবন বাজি রেখে জার্মান দের সাথে যুদ্ধ করে । IMDb : ৭.৬ rottentomatoes : ৮২% টরেন্ট লিংক ৪৩. Come and See (1985) একটি বেলরুশিয়ান বালকের ২য় বিশ্বযুদ্ধের নৃশংসতার ভেতর দিয়ে যাওয়ার ঘটনা, পরবর্তী তে অদক্ষ রাশিয়ান সৈন্যদের সাথে ব্রটাল জার্মানদের সাথে যুদ্ধ, জার্মান বাহিনী কতৃক টরচার।

IMDb : ৮.২ rottentomatoes : ৯৫% টরেন্ট লিংক ৪৪. Das Boot (1981) জার্মান সাবমেরিনে আটকে পড়া নাবিক দের সত্যি ঘটনা অবলম্বনে। IMDb : ৮.৫ rottentomatoes : ৯৮ % টরেন্ট লিংক ৪৫. Ivan's Childhood (1962) ১২ বছরের ইভান জার্মান সৈন্যদের ভেতরকার খবর পৌছে দিতে থাকে রাশিয়ান দের । তিন জন রাশিয়ান সৈন্য তৎপর থাকে এই ছোট ছেলেটিকে রক্ষার জন্য। IMDb : ৮.২ rottentomatoes :১০০% [রেকর্ড] টরেন্ট লিংক ৪৬. Inglourious Basterds (2009) জার্মান রা যখন ফ্রান্স দখল করে, তখন একদল আমেরিকান-ইহুদী সৈন্যদল, যারা বাস্টর্ড নামে পরিচিত, তারা জার্মান রাইখে ত্রাসের সৃষ্টি করে । কুয়েনটিন টারনটিনো ওরফে পাগলার মুভি, ১৯৭৮ সালের মুভির রিমেক ।

বিনোদন ১০০%। IMDb : ৮.৩ rottentomatoes : ৮৮% টরেন্ট লিংক ৪৭. Stalag 17 (1953) দুজন প্রিজনার পালাতে গিয়ে মারা পড়ে জার্মান সৈন্যদের হাতে এবং জার্মান রা সন্দেহ করে এক ব্লাক মার্কেটিয়ার কে ইনফরমার হিসেবে । IMDb : ৮.১ rottentomatoes : ৯৭% টরেন্ট লিংক ৪৮. Tora! Tora! Tora! (1970) পার্ল হারবারে হামলা নিয়ে নাটকীয়তা এবং কয়েকটি সংঘাতিক ভুলের কারনে এটা সংঘটিত হয়েছে তার ধারনা পোষন। IMDb : ৭.৪ rottentomatoes :৬৫% টরেন্ট লিংক ৪৯. Catch-22 (1970) মৃত্যু ভয়ে একজন বৈমানিক নিজেকে পাগল সাব্যস্ত করার পূর্ন চেষ্টা করে, যাতে তার ফ্লাইং মিশন গুলো বাতিল করা হয় । কমেডি ধাচের মুভি ।

IMDb : ৭.১ rottentomatoes : ৮৭% টরেন্ট লিংক ৫০. The Train (1965) ১৯৪৪ সালে এক জার্মান কর্নেন ফ্রান্সের সকল ট্রেজারী এবং চিত্রকর্ম একটি ট্রেনে করে জার্মানী পাঠানোর প্রস্তুতি নেন । ট্রেন টি কে থামাতেই হবে কিন্তু কোন ক্ষতি করা যাবে না এর ভেতরের অমূল্য সব জিনিষপত্রের। IMDb : ৭.৮ rottentomatoes : ৮৬% টরেন্ট লিংক ৫১. The Great Dictator (1940) চার্লি চ্যাপলিনের ডিরেকশন,লেখা এবং অভিনীত ছবিটি দেখলেই কেবল এর কমেডি সম্পর্কে আচ করা যাবে । নি:সন্দেহে গ্রেট একটা মুভি । IMDb : ৮.৫ rottentomatoes : টরেন্ট লিংক ৫২. To Have and Have Not (1944) ক্রিটিক্যাললি প্রশংসিত একটি ছবি ।

নির্বাসিত আমেরিকান নাগরিক ২য় বিশ্বযুদ্ধের সময় একটি ফ্রেঞ্চ পরিবার কে সাহায্য করে এসং প্রেমে এক সঙ্গীত শিল্পীর । রোমান্টিক থ্রিলার । IMDb : ৮.০ rottentomatoes : ১০০% [রেকর্ড] টরেন্ট লিংক ৫৩. Flags of Our Fathers (2006) ৬ জন সেন্যের গল্প যারা পতাকা ধরেছিল , ব্যাটল অফ আইয়ো জিমা তে । সময় টা ছিল মোড় ঘুরে যাওয় ২য় বিশ্বযুদ্ধের একটি। ক্লিন্ট ইস্টউডের অন্যতম একটি গ্রেট মুভি ।

IMDb : ৭.১ rottentomatoes : ৭৩ % টরেন্ট লিংক ৫৪. Lacombe, Lucien (1974) ফ্রান্সের ছোট্ট শহরের এক তরুনের গল্প, যার বাবা জার্মান কারাগারের বন্দী এবং মা এক জার্মান পুলিশের সাথে সম্পর্কে আবদ্ধ। এমন সময় দেখা হয় এক ইহুদী টেইলর এর মেয়ের সাথে । শুরু হয় নতুন গল্প। IMDb : ৭.৭ rottentomatoes : ১০০% টরেন্ট লিংক ৫৫. From Here to Eternity (1953) ওয়ার রোমান্স । ১৯৪১ একজন সৈন্য কঠোর শাস্তির মুখে পড়ে নিজ দলের সাথে বক্সিং ম্যাচে অংশ না নেয়ায় ।

অন্যদিকে প্রনয়ে আবদ্ধ হয় তার গ্রুপ ক্যাপ্টেনের সহধর্মীনির সাথে । IMDb : ৮.১ rottentomatoes : টরেন্ট লিংক ৫৬. Au Revoir, les Enfants (1987) জার্মান দখলকৃত ফ্রান্সে এক উদার প্রিস্ট তার বোর্ডিং স্কুলে ইহুদী ছাত্রদের জায়গা দিতে থাকে খৃষ্টীয় নাম দিয়ে । কিন্তু নতুন একজনের আগমন ঘটে এবং ঘটতে থাকে কিছু ঘটনা । IMDb : ৮.১ rottentomatoes :৯৬% টরেন্ট ৫৭. Sophie Scholl: The Final Days (2005) ইতিহাসে চাপা পড়া এক সাহসী নারীর শেষ কয়েকটি দিনের গল্প। সোফি স্ক্রল ছিলেন এন্টি -নাজী এক্টিভিস্ট দের ভেতর একমাত্র নারী ।

তিনি গ্রেফতারও হন গেস্টাপো অফিসার কতৃক, কিন্তু তিনি ছিলেন অদম্য। IMDb : ৭.৭ rottentomatoes : ৮৭% টরেন্ট লিংক ৫৮. Two Women (1960) অসাধারন একটি মুভি । মা ও ১৩ বছরের মেয়ের গল্প। যুদ্ধের নিষ্ঠুরতায় দুজনকেই সম্ভ্রম হারাতে হয় সৈন্যদের হাতে একটি চার্চে । কিন্তু একটি যুবক প্রেমে পড়ে যায় ওই নারীর ।

সে জানে না সে কি উত্তর দেবে ওই সুন্দর মনের যুবক টি কে । IMDb : ৭.৮ rottentomatoes : ১০০% [রেকর্ড] টরেন্ট লিংক ৫৯. Saints and Soldiers (2003) চারজন আমেরিকান সৈন্য এবং একজন বিটিশ ২য় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের নিজস্ব ঘাটি তে ফেরার জন্য স্ট্রাগল করতে থাকে। তারা ইউএস ফোর্স থেকে আলাদা হয়ে পরে মেলমেডি ম্যাসাকার এর পর পর । IMDb : ৬.৯ rottentomatoes : ৬৪ % টরেন্ট লিংক ৬০. Five Graves to Cairo (1943) কায়রোর ভাগ্য চলে যায় এক ব্রটিশ কর্পোরালের হাতে যে ফিল্ড মার্শাল রোমেল আকা ডেজার্ট ফক্স এর অধীনে কাজ করে । IMDb : ৭.৫ rottentomatoes :১০০% [রেকর্ড] টরেন্ট লিংক ৬১. The Counterfeiters (2007) ২০০৭ সালে ১৯৪৫ এর পটভূমির সবচেয়ে বড় জাল কাজের সাথে জড়িত একটি আর্টিস্ট যুবকের কাহিনী ।

IMDb : ৭.৬ rottentomatoes :৯৪% টরেন্ট লিংক ৬২. Hell Is for Heroes (1962) একটি ছোট প্লাটুন চ্যালেঞ্জের মুখে পড়ে জার্মান সৈন্যদের সাথে । তাদের আক্রমন প্রতিহত করতেই হবে বেচে থাকতে হলে ওই ছোট্ট দল নিয়েই । IMDb : ৭.০ rottentomatoes :৮৩% টরেন্ট লিংক ৬৩. The Guns of Navarone (1961) একটি ব্রিটিশ টীম কে পাঠানো হয় জার্মান অস্ত্রভান্ডার ধ্বংস করতে, যাতে একটি সী-চ্যানেলের নিয়ন্ত্রন তাদের হাতে চলে আসবে । IMDb : ৭.৬ rottentomatoes : ৯৫ % টরেন্ট লিংক ৬৪. Is Paris Burning? (1966) সত্য ঘটনা অবলম্বনে তৈরী । ১৯৪৪ সালে সালে প্যারিস ছেড়ে যখন জার্মান রা চলে যাচ্ছিল, হিটলার তখন আদেশ দিলেন প্যারিস পুড়িয়ে দেয়া হোক, কিন্তু কর্তব্যরত জেনেরাল তা করতে অস্বীকৃতি জানায় ।

হৃদয়স্পর্শী ঘটনার দৃশ্যায়ন । IMDb : ৬.৭ rottentomatoes :৮০% টরেন্ট লিংক ৬৫. Too Late the Hero (1970) জাপানি ভাষায় পারদর্শী এমন একজন সৈন্য কে তার অনিচ্ছাসত্বেও জাপনিজ রেডিও স্টেশন ধ্বংসের মত সুইসাইড মিশনে পাঠানো হয় যা জটিল থেকে জটিতর হতে থাকে । IMDb : ৬.৭ rottentomatoes :৭৩ % টরেন্ট লিংক ৬৬. Enemy at the Gates (2001) একজন রাশিয়ান এবং জার্মান স্নাইপার প্রতিযোগিতায় নামে একে অপরকে ফাদে ফেলার , স্টালিনগ্রাদ পতনের সময় । IMDb : ৭.৫ rottentomatoes : ৫৪% টরেন্ট লিংক ৬৭. Valkyrie (2008) হিটলার এসাসিনেশন প্লট তৈরী করে কয়েকজন বিদ্রোহী সৈন্য অপারেশন ভ্যালকাইরি শুরু করার মাধ্যমে । কর্নেল স্টেফেনবার্গের ওপর তৈরী সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয় মুভি টি ।

IMDb : ৭.১ rottentomatoes :৬১% টরেন্ট লিংক ৬৮. This Land Is Mine (1943) একজন স্কুলটিচার জার্মান দখলকৃত নিজ গ্রামে নিজেকে পায় সহযোগ এবং প্রতিরোধের ঠিক মাঝে । IMDb : ৭.৫ rottentomatoes : ৭১ % টরেন্ট লিংক ৬৯.The Boy in the Striped Pajamas (2008) জার্মান কমান্ডারের ছেলের সাথে নাৎসী কনসানট্রেশন ক্যাম্পের এক ইহুদী ছেলে বন্ধুত্ব হয় । এ গল্প ছিল নিষিদ্ধ একটি বন্ধুত্বের। IMDb : ৭.৮ rottentomatoes : ৬৩ % টরেন্ট লিংক ৭০. Patton (1970) প্যাটুন, এক বিতর্কিত আমেরিকান জেনেরালের নাম। যিনি ফিল্ড মার্শাল রোমেল কে জার্মান কৌশল ব্যাবহার করেই নাস্তানাবুদ করেছিলেন ।

কিন্তু জড়িয়ে পড়েছিলেন ব্রিটিশ ফিল্ড মার্শাল মন্টেগোমারির সাথে । IMDb : ৮.০ rottentomatoes : ৯৭ % টরেন্ট লিংক ৭১. Black Book (2006) নেদারল্যান্ড যখন জার্মান কতৃক দখল হয়, তখন এক ইহুদী গায়িকা জার্মান দের ভেতর ঢুকে পরে , ডাচ প্রতিরোধ তৈরীর জন্য। IMDb : ৭.৯ rottentomatoes : ৭৬ % টরেন্ট লিংক ৭২. Ashes and Diamonds(1958) তরুন বিপ্লবীর ওপর নির্দেশ আসে কম্যুনিস্ট এক নেতা কে হত্যার । কিন্তু সে দ্বিধায় পড়ে, কারন কম্যুনিস্ট নেতা ছিল তারই সহযোদ্ধা । IMDb : ৭.৯ rottentomatoes : ৮৮ % টরেন্ট লিংক ৭৩. The Pianist (2002) পোলিশ ইহুদী পিয়ানিস্টের ২য় বিশ্বযুদ্ধের সময় সারভাইবাল নিয়ে তৈরী রোমান পোলানস্কির এ চলচ্চিত্র ।

এতে পোলানস্কির নিজের জীবনের কিছু টাও ফুটে উঠেছে বলে ক্রটিকেরা মনে করেন । তবে ছবিটি অসাধারন । IMDb : ৮.৫ rottentomatoes : ৯৬% টরেন্ট লিংক ৭৪.The Best Years of Our Lives (1946) তিনজন আমেরিকান সৈন্য যুদ্ধশেষে দেশে ফিরে এসে দেখে তার পরিবারে অকল্পনীয পরিবর্তন যা ঠিক হবার নয়। IMDb : ৮.৩ rottentomatoes : ৯৭% টরেন্ট লিংক ৭৫.City of Life and Death (2010) ১৯৩৭ সালে জাপান নিয়াংজিয়াং দখল করে নেয়। সেখানে একটি যুদ্ধ হয় এবং নিয়মিত ভাবে রিফিউজি দের নৃশংস ভাবে হত্যা করা হতে থাকে ।

IMDb : ৮.৩ rottentomatoes : ৯৭% টরেন্ট লিংক ৭৬.John Rabe (2008) একজন জার্মান ব্যাবসায়ী ২০০,০০০ এরও অধিক চাইনিজ কে রক্ষা করেন ১৯৩৭-৩৮ এ ঘটিত নানজিং ম্যাসাকারের সময়, যা দ্যা রেপ অফ নানজিং নামে পরিচিত । অনেক টা শিন্ডলার লিস্ট এর ছায়া পাওয়ে যেতে পারে । IMDb : ৭.১ rottentomatoes : ৭৫% টরেন্ট লিংক ৭৭. Life Is Beautiful (La Vita è bella) (1997) হিউমারের মাধ্যমেই তার প্রনয়ের শুরু । কিন্তু কে জানতো, এই হিউমার দিয়ে তাকে বাচাতে হবে ডেথ ক্যাম্পে থাকা একমাত্র সন্তান কে ? IMDb : ৮.৫ rottentomatoes : ৮০% টরেন্ট লিংক ৭৮.Divided We Fall (2000) জার্মান যখন চেকোস্লোভাকিয়া দখল করে, তখন এক সন্তানহীনা চেক দম্পতী একজন ইহুদী বন্ধু কে লুকিয়ে রাখে । IMDb : ৭.৬ rottentomatoes : ৯০% টরেন্ট লিংক ৭৯.In Darkness (2011) পোল্যান্ডে কিছু ইহুদী পালানোর চেষ্টা করে এবং এতে সাহায্য করে একজন চোর।

তাদের লুকিয়ে রাখা হয় সুয়ারেজ এর ভেতর । IMDb : ৭.১ rottentomatoes : ৯০% টরেন্ট লিংক ৮০.Fateless (2005) ১৪ বছর বয়সী এক হাঙ্গেরীয়ান বালকের জীবন ছিন্ন ভিন্ন শয়ে যায় এবং তার ঠাই মেলে জার্মান কনসানট্রেশন ক্যাম্পে । যেখানে সে বুঝতে পারে ইহুদী হওয়াটা বোধহয় পাপ ই ছিলো । IMDb : ৭.২ rottentomatoes : ৯২% টরেন্ট ডাউনলোড ৮১.Operation Petticoat (1959) কমেডি ধাচের মুভি । একজন সাবমেরিন কমান্ডার যে আটকা পড়ে যায় এক দল নার্স ও তার সহকর্মীদের সাথে ।

IMDb : ৭.২ rottentomatoes : ৮২% টরেন্ট লিংক ৮২. Katyn (2007) সোভিয়েত সৈন্য রা হাজারের বেশী পোলিশ কর্মকর্তা ও নাগরিক কে হত্য করে ক্যাতাইন জঙ্গলে ১৯৪০ সালে । IMDb : ৭.০ rottentomatoes : ৯২% টরেন্ট লিংক ৮৩. Max Manus: Man of War (2008) সত্য ঘটনা অবলম্বনে । একজন সফল স্যাবোটিয়ার নিজের মনের সাথে যুদ্ধে লিপ্ত হয়, দমন করে অন্ত:স্থলের শয়তান কে । IMDb : ৭.৪ rottentomatoes : ৭৯% টরেন্ট লিংক ৮৪. Amen (2002) ২য় বিশ্বযুদ্ধের সময় এক এসএস অফিসার পোপ কে জানানোর চেষ্টা করে যে ইহুদি দের নির্বিচারে হত্যা করা হচ্ছে । তার সাথে থাকে একজন প্রিষ্ট ।

IMDb : ৭.৩ rottentomatoes : ৬৭% টরেন্ট লিংক ৮৫. Lifeboat (1944) হিচকক এর মুভি । টর্পেডোর আঘাতে ডুবে যাওয়া জাহাজের নাবিকে রা একটি লাইফবোটে আশ্রয় নেয় বিশাল আটলান্টিকে । IMDb : ৭.৯ rottentomatoes : ৯৫% টরেন্ট লিংক ৮৬.Merry Christmas, Mr. Lawrence (1983) ১৯৪২ সালে ব্রিটিশ সৈন্য জ্যাক জাপনিজ প্রিজন ক্যাম্প এ আসে , এখানকার কমান্ডার যে কিনা বিশ্বাস করে কঠোর ডিসিপিলিনে যা জ্যাক এর জন্য দৈরহই বটে। IMDb : ৭.১ rottentomatoes : ৭৯% টরেন্ট লিংক ৮৭. The Young Lions (1958) তিনজন সৈন্যের তিনটি ভিন্নরূপ । তাদের চারিত্রিক ভিন্নতা কে দৃশ্যায়ন করা হয়ে সুন্দর ভাবে ।

কেউ প্লেবয়, কেউ খুবই যুদ্ধবিদ্বেষী। মারলোন ব্রান্ডো এবং ডিন মার্টিন অসাধারন অভিনয় করেছনে । IMDb : ৭.৩ rottentomatoes : ৮০% টরেন্ট লিংক ৮৮.Defiance (2008) ইষ্টার্ন ইউরোপে জিউইশ ভাইয়ে রা ওখান থেকে পালিয়ে বেলরুশ এর এক জঙ্গরে আশ্রয় নেয়। সেখা তারা রাশিয়ান আর্মির সাথে মিলিত হয়ে একটি আবাসন তৈরী করে নিজেদের রক্ষার জন্য । ১০০০ জনের সবাই তারা সবাই অদক্ষ ছিল যুদ্ধের কলাকৌশলে।

IMDb : ৭.১ rottentomatoes : ৫৭% টরেন্ট লিংক ৮৯.Voskhozhdeniye (The Ascent) (1978) দুই রাশিয়ান ক্ষুধানিবারনের জন্য নিকটবর্তী খামারে যায়, কিন্তু সেটা ইতিমধ্যে জার্মান বাহিনী কতৃক দখলকৃত হয়ে গেছে । তাই তাদের ব্রমন শুরু হয় গভীর জঙ্গলের দিকে । IMDb : ৮.৪ rottentomatoes : রেটিং নেই টরেন্ট লিংক ৯০.Flammen & Citronen (Flame & Citron) (The Flame and the Lemon) (2008) দুইজন যুবক যারা নাৎসী দের বিপক্ষে কাজ করতো । নাৎসী দের জিনিষ লুট, হত্যা তাদের নিয়মিত কর্মকান্ড। মুভি তে তাদের পোট্রেইট হিরো নয় বরং ডেসপারেট দুই যুবকের প্রতিচ্ছবি আকা হয়েছে যাদের হারানোর কিছু নাই ।

IMDb : ৭.২ rottentomatoes : ৮৭% টরেন্ট লিংক ৯১.A Bridge Too Far (1977) অপারেশন টির নাম ছিল অপারেশন মার্কেট গার্ডেন । উদ্দ্যেশ্য জার্মান দের কয়েকটি গূরুত্বপূর্ন ব্রিজ ধ্বংস । সফল হয়েছিল কি তারা ? IMDb : ৭.৩ rottentomatoes : ৬৭% টরেন্ট লিংক ৯২. A Midnight Clear (1992) ১৯৪৪ সালের ডিসেম্বরে আমেরিকান ইন্টেলিজেন্স একদল জার্মান প্লাটুন কে আবিষ্কার করে যারা আত্মসমর্পনে ইচ্ছুক । তাদের সে সুযোগ দেয়া হয়। কিন্তু কিছু দিন পর এটা একটা ভুল স্বীদ্ধান্ত হিসেবে দেখা দেয় ।

IMDb : ৭.৩ rottentomatoes : ৮৪% টরেন্ট লিংক ৯৩.Anonyma - Eine Frau in Berlin (A Woman in Berlin) (2008) যুদ্ধের শেষ দিন গুলো তে সোভিয়েত রা যখন বার্লিনে ঢুকে পড়ে তখনকার সময়ের এক নারীর বেচে থাকার কৌশলের চেষ্টা। IMDb : ৭.০ rottentomatoes : ৭৪% টরেন্ট লিংক ৯৪.Solntse (The Sun) (2005) জাপান সম্রাট হিরোহিতো বিপর্যয় এর পর জেন ডগলাসের অফার করা ডিপলোম্যাটিক পরাজয় স্বীকার করেন বেচে থাকার জন্য । IMDb : ৭.৩ rottentomatoes : ৯২% টরেন্ট লিংক ৯৫. Judgment at Nuremberg (1961) মানবতার বিরুদ্ধে অপরাধের দরুন জার্মান সেনা দের এই ট্রায়ালের মুখোমুখি করা হয় । মাস্ট সি , যারা ওয়ার ক্রাইম নিয়ে উৎসাহী । IMDb : ৮.৩ rottentomatoes : ৮৯% টরেন্ট লিংক ৯৬. Winter in Wartime (2008) ১৪ বছর বয়সী মাইকেল জড়িয়ে পড়ে যুদ্ধের সাথে এক আহত ব্রিটিশ সৈন্য কে সাহায্য করার মাধ্যমে ।

থখন সে অনুভ করে যুদ্ধের রোমাঞ্চ , ফ্যান্টাসি এবং নিষ্ঠুরতা সম্পর্কে । IMDb : ৭.০ rottentomatoes : ৭৪% টরেন্ট লিংক ৯৭. Devils on the Doorstep (2000) ওয়ার কমেডি । দুই জন জাপানিজ প্রিজনার যারা চাইনুজ একটি গ্রামে নির্বাসিত হয় । একজন সৈন্য , আরেকজন । নুবাদক ।

তাদের নিয়ে গ্রামবাসী ঝামেলায়ই পরে বলা ছলে । কিভাবে রাখবে তাদের পরবর্তী ১ টি বছর ? IMDb : ৮.১ rottentomatoes : ৯০% টরেন্ট লিংক ৯৮.Twin Sisters (2002) দুই বোনের ভালোবাসার গল্প যা নেয়া হয়েছে ডাচ বেস্ট সেলার বই থেকে । IMDb : ৭.৫ rottentomatoes : ৭৫% টরেন্ট লিংক ৯৯.The Desert Fox: The Story of Rommel (1951) ফিল্ড মার্শাল রোমেল কে ছাড়া ২য় বিশ্বযুদ্ধের চলচ্চিত্রের তালিকা অপূর্নই থেকে যাবে । জীবন, ক্যারিয়ার , বীরত্ব নিয়ে তৈরী রোমেলের ওপর তৈরী এই মুভি টি । রেকমেন্ডেড।

IMDb : ৭.০ rottentomatoes : ৭১% টরেন্ট লিংক ১০০. The World at War সর্বশেষে যেটা দিলাম তা হলো ২৬ এপিসোডের একটি ডকুমেন্টারী যা আপনাকে ২য় বিশ্বযুদ্ধের পুরো ঘটনা কে তুলে ধরবে । পুরোপুরি একুরেট ডকুমেন্টারী। রিকমেন্ডেড । IMDb : ৯.৬ টরেন্ট লিংক বি:দ্র: কোন রিপিটেশন/লিংক সমস্যা থাকলে জানাতে পারেন। চেষ্টা করেছি বেশী সিডেড লিংক দেবার ।

তবে অনেক পুরোনো মুভি হওয়ার কারনে মানুষ বেশী সিড করে না। সাবটাইটেলঘটিত সমস্যঅ হলে, সাবটাইটেল সাইট থেকে নামিয়ে নেবেন । যদিও আমি সেই টরেন্ট ফাইল গুলোর লিংক দিয়েছি যার সাথে সাবটাইটেল ফাইল আছে __________________________________________________ পড়তে পারেন আগের যুদ্ধবিলাস পোষ্ট টি - ইরাক আফগান যুদ্ধের ওপর নির্মিত সেরা মুভি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।