আমাদের কথা খুঁজে নিন

   

বিসিএস প্রিলি. প্রস্তুতি : সাধারণ বিজ্ঞান

[পূর্ব প্রকাশের পর]

৫৪. আদিকোষ কোনটি ?

ক. ব্যাকটেরিয়া খ. ভাইরাস

গ. অ্যামিবা ঘ. ভাইরাস ও অ্যামিবা

উত্তরঃ ক

৫৫. কোনটি দেহকোষ নয়?

ক. স্নায়ুকোষ খ. শুক্রাণু

গ. ত্বককোষ ঘ. লোহিত রক্তকণিকা

উত্তরঃখ

৫৬. সকল সজীব কোষে থাকে

ক. প্লাস্টিড খ. গ্লাইকোজেন

গ. নিউক্লিয়াস ঘ. সাইটোপ্লাজম

উত্তরঃ ঘ

৫৭. একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত?

ক. ৪টি খ. ২টি গ. ১টি ঘ. বহুগুলো

উত্তরঃ গ

৫৮. কোনটি এককোষী প্রাণী?

ক. মাছ খ. অ্যামিবা গ. গরু ঘ. ম্যালেরিয়া

উত্তর ঃ খ

৫৯. সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে?

ক. হাইড্রোজেন খ. নাইট্রোজেন

গ. ইথাইল ঘ. হিলিয়াম

উত্তরঃ ক

৬০. বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

ক. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে

খ. ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে

গ. সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে

ঘ. মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে উত্তরঃ ক

৬১. পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কত গুণ?

ক. ১৫ লক্ষ গুণ খ. ১ লক্ষ গুণ

গ. ১৩ লক্ষ গুণ ঘ. ১০ লক্ষ গুণ

উত্তরঃ গ

৬২. সূর্য চন্দ্র অপেক্ষা কতগুণ বড়?

ক. ২ কোটি ৪০ লক্ষ গুণ খ. ২ কোটি ৩০ লক্ষ গুণ গ. ২ কোটি ৫০ লক্ষ গুণ ঘ. ২ কোটি ৬০ লক্ষ গুণ

উত্তরঃ খ

৬৩. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

ক. ১০.৬৫ মিনিট খ. ৯.১২ মিনিট

গ. ৭.৯৬ মিনিট ঘ. ৮.৩২ মিনিট

উত্তরঃ ঘ

৬৪. আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

ক. পুলহ খ. প্রঙ্মিা সেন্টারাই

গ. লুব্ধক ঘ. ধ্রুবতারা

উত্তর ঃ গ

৬৫. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? / অথবা, সূর্যছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?

ক. প্রঙ্মিা সেন্টারাই খ. আলফা সেন্টারাই

গ. নেবুলা ঘ. লুব্ধক

উত্তরঃ ক

৬৬. সপ্তর্ষিমন্ডল আকাশে কিসের মতো দেখায়?

ক. এস আকৃতির খ. জিজ্ঞাসা চিহ্নের মত

গ. যতি আকৃতির ঘ. কোনটিই নয়

উত্তরঃ খ

৬৭. গ্যালিলিও কি?

ক. বৃহসপতি গ্রহের একটি উপগ্রহ

খ. মঙ্গল গ্রহের একটি উপগ্রহ

গ. শনি গ্রহের একটি উপগ্রহ

ঘ. পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ উত্তর ঃ ঘ

৬৮. সিরকা তৈরিতে কোন এসিড ব্যবহৃত হয়-

ক. ল্যাকটিক এসিড খ. সাইট্রিক এসিড

গ. অ্যাসিটিক এসিড ঘ. অ্যাসকরবিক এসিড

উত্তরঃ গ

৬৯. লেবুর রসে কোন এসিড থাকে?

ক. সাইট্রিক খ. হাইড্রোক্লোরিক

গ. সালফিউরিক ঘ. নাইট্রিক

উত্তরঃ ক

৭০. আমলকিতে থাকে-

ক. অ্যাসিটিক এসিড খ. টারটারিক এসিড

গ. অঙ্ালিক এসিড ঘ. সালফিউরিক এসিড

উত্তরঃ গ

৭১. আঙ্গুর ফলে কোন এসিড থাকে

ক. নাইট্রিক এসিড খ. টারটারিক এসিড

গ. অঙ্ালিক এসিড ঘ. ফরমিক এসিড

উত্তরঃ খ

৭২. দুধে কোন ধরনের এসিড থাকে?

ক. ল্যাকটিক এসিড খ. সাইট্রিক এসিড

গ. সাইট্রিক ও ল্যাকটিক এসিড ঘ. কোন এসিড নেই

উত্তরঃ ক

৭৩. ভিনেগার বলতে কি বুঝায়?

ক. ৬-১০% অ্যাসিটিক এসিডের জলীয় দ্রবণ

খ. ১০-১৫৪১% অ্যাসিটিক এসিডের জলীয় দ্রবণ

গ. ৫-১০% অ্যাসিটিক এসিডের জলীয় দ্রবণ

ঘ. ১০-১৫% অ্যাসিটিক এসিডের জলীয় দ্রবণ

উত্তরঃ ক ও গ

৭৪. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

ক. নেপচুন খ. শনি গ. বুধ ঘ. পৃথিবী

উত্তরঃ গ

৭৫. সৌরজগতের দ্রুততম গ্রহ হলো

ক. শুক্র খ. শনি

গ. বুধ ঘ. বৃহস্পতি

উত্তরঃ গ

৭৬. সূর্যের নিকটতম গ্রহের নাম কি?

ক. পৃথিবী খ. বুধ গ. শুক্র ঘ. শনি উত্তরঃ খ

৭৭. সৌর জগতের কোন গ্রহের, সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে?

ক. বুধ খ. শুক্র

গ. পৃথিবী ঘ. বৃহস্পতি

উত্তরঃ ক

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ৩৩ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.