আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি।
লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন ভাইয়া আর আপুনিরা,
কেমন আছ তোমরা? অবশ্যই ভালো আছ। আমার একটা সুসংবাদ আছে। সংবাদটি হলো, আমি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি। জেএসসি পরীক্ষার পর গতকালই পেলাম এ রেজাল্ট।
আমার খুব আনন্দ লাগছে।
তোমরা না বলেছিলে ব্লগে বেশি ঘোরাফেরা করলে ভালো রেজাল্ট করতে পারবে না। এখন?
অবশ্য আগের মতো ব্লগে বসার সুযোগই পাই না। কিন্তু তোমাদের সকলের কথা আমার খুব মনে পড়ে।
এখন বলো, আমাকে কী উপহার দিবা।
না, না, না, তোমাদের দোয়াই আমার সবচেয়ে বড় উপহার।
তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো আর আমাকে ভুলে যেও না। আচ্ছা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।