আমাদের কথা খুঁজে নিন

   

ডা. সামুরাই এবং কিছু বকদুল মার্কা কাহিনী!

ঘটনাঃ ১ কেসটা সামান্য, মোটরবাইক ড্রাইভিং মামলা। - কোন উকিল ধরবেন? - অবশ্যই ব্যরিষ্টার রফিক উল হক! দেশের সেরা আইনজীবী ছাড়া চলে নাকি! ফিস কত দিবেন?? - ২০ টাকা! বড়জোর ৫০!! - কয়কি?? - হেহ, এত টাকা দিয়া উনি জীবণে করবেন টা কি শুনি?! একজন মানুষের জীবণে কত টাকা লাগে? মানবতা বলতে কি কিছু নাই? আমি গরীব মানুষ, সামর্থ অনুসারে দেব! - তাইলে ২০ টাকার উকিলের কাছে যান না কেন? -- কন কি এগুলান? গরীব বলে আমার কি বিচার পাবার অধিকার নাই? শুধু বড়লোকেরা তার সেবা পাবে আমরা পামু না?? ঘটনাঃ ২ একখান টিনশেডের বাড়ি বানামু । ডিজাইন করামু বুয়েটের আর্কিটেক্ট দিয়া! - ফিস? - বড় জোড় ১০০ টাকা! -কয়কি?? - হেহ, এত টাকা দিয়া উনারা জীবণে করবেন টা কি শুনি? একজন মানুষের জীবণে কত টাকা লাগে? মানবতা বলতে কি কিছু নাই? আমি গরীব মানুষ, সামর্থ অনুসারে দেব! - তাইলে ১০০ টাকার মিস্ত্রির কাছে যান না কেন? -- কন কি এগুলান? গরীব বলে আমার কি আর্কিটেক্টের সেবা পাবার অধিকার নাই? শুধু বড়লোকেরা তার সেবা পাবে আমরা পামু না?? ঘটনাঃ ৩ একখান DLSR ক্যামেরা পছন্দ হইল রহিমের দাম জিগাইলো দোকানদার কে। দোকানদার বলে: "৭০,০০০ টাকা। " রহিম বলে, "দেড় হাজার টাকা!" দোকানদার তেড়ে উঠে বলল, "ফুটেন মিয়া!" রহিমও গলাবাজি শুরু করে দেয়ঃ "একখান ক্যামেরার দাম কিভাবে ৭০,০০০ টাকা হয়? তাও বাংলাদেশের মত দেশে? এদেশের মানুষের বাৎসরিক ইনকাম জানেন? এই ৭০,০০০ টাকা দাম নির্ধারণ দেখার কি কেউ নাই? আপনি তো রক্তচোষা!!" দোকানদার বলে, "দাম তো আমি করিনাই, করছে কোশ্পানী! আর আমি লাভ রাখুম না? মাল আনতে কত ভাড়া লাগছে জানেন?" রহিম কেকিয়ে ওঠে, "এত টাকা দিয়ে কি করবে ক্যামেরা কোম্পানী?? একজন মানুষের বাচার জন্য কত টাকা দরকার?? আর আপনি লাভ রাখবেন কেন? আপনার দোকানে মাল আনতে যেই গাড়ি লাগছে তার ডিজেলের ভর্তুকির পয়সা কে দেয়? সরকার দেয়।

সেই পয়সায় আমারও ট্যাক্স আছে!!" উপরের ঘটনাগুলো পড়ে আপনার মনে কোন প্রশ্ন জেগেছে? ভাবছেন কে এই বকদুল?? আসুন নিচের ঘটনাটা দেখে তার পরিচয় জেনে নিই- ঘটনাঃ ৪ রোগটা সামান্য, হাচি আর সিজনাল জ্বর। কোন ডাক্তারের কাছে যাব? অবশ্যই ডা. X (MBBS, MD, FCPS, FACP অধ্যাপক ও বিভাগীয় প্রধান...) !! সেরা ডাক্তার ছাড়া চলে নাকি! - ফিস কত দিব?? - ২০ টাকা! বড়জোর ৫০!! - কয়কি?? - হেহ, এত টাকা দিয়া উনি জীবণে করবেন টা কি শুনি? একজন মানুষের জীবণে কত টাকা লাগে? মানবতা বলতে কি কিছু নাই? আমি গরীব মানুষ, সামর্থ অনুসারে দেব! - তাইলে ২০ টাকার ডাক্তারের কাছে যান না কেন? - কন কি এগুলান? গরীব বলে আমার কি সেবা পাবার অধিকার নাই? শুধু বড়লোকেরা তার সেবা পাবে, আমরা পামু না?? *** *** *** কি বুঝলেন? ইদানীং ব্লগীয় বকদুলদের পরিমাণ আশংকাজনকহারে বেড়ে যাওয়ার এই পোষ্ট। কোন বকদুল আবার প্রশ্ন করে ফেলতে পারেনঃ উপরের ৩টি ঘটনার সাথে চিকিৎসা ভিন্ন। কারণ চিকিৎসার সাথে জড়িত মানবিকতা। - কথা সত্য! তবে চেম্বারে কেউ সেবা আর মানবিকতার জন্য বসেননা।

সেবার জায়গা হল সরকারী প্রতিষ্ঠান, যেখানে ডাক্তারেরা সকাল থেকে দুপুর অবধী থাকেন! সম্পূরক প্রশ্নঃ - বাকওয়াস কথা! সব শালা ডাক্তার ডিউটি ফালায়া চেম্বারে রোগী দেখে! মেডিকেলে কেউ দেখেই না। সম্পূরক জবাবঃ একদিন মেডিকেলে পাওয়া না গেলেই পরদিন পেপারে নিউজ আসে ডাক্তার নাই! ডাক্তার যদি মেডিকেলে না থাকতো তো প্রতিদিন নিউজ পাইতেন! আপনের বাকওয়াসগিরি ফলাইতে মেডিকেলে যায়া খোজ নেন। মন্তব্যঃ মানিনা.. মানিনা..! সব শালা কসাই! প্রতিমন্তব্যঃ দুঃখ জনক ব্যাপার হইল স্বাধীনতার পর প্রায় ৪০ বছর পারাইল। সেই আমল থিকাই সবাই চিল্লায় ডাক্তার কসাই কসাই! কিন্তু নিজের পোলা- মাইয়ারে ডাক্তার বানায়া কেউ ঠিক করতে পারলোনা! আফসুস!! তাইলে কি পারলো? - পারলো সারা জীবন ঠক খাইতে! যেমন ধরেনঃ সেবার আদর্শ নিয়ো যেই ডাক্তার মুফতে রোগীর দেখার জন্য বা ২০-৫০ টাকায় রোগী দেখার জন্য চেম্বার দিল, রোগীরা ওনার চেম্বারের ছায়াও মারাইবেন না। কই যাবে? যেই ডাক্তার ১,০০০ ট্কা ফিস নেয়, যার ভিড় লম্বা, দরকার পড়লে ২ দিন খাড়ায়া থাইকা তার সিরিয়াল নিয়া, এসিসটেন্ট রে ঘুষ দিয়া বিরাট লাইন পাড়ি দিয়া ওরেই দেখাইবে, এবং ব্লগে আইসা নিজের বকদুল মার্কা মেধার পরিচয় গর্বের সহিত প্রকাশ করিয়া বলিবেঃ সব শালা কসাই! জাতিগতভাবেই আমরা হইলাম ঠক খাওয়া জাতি! আইজ ইউনিপে নামের হায় হায় কোম্পানীতে সোনা কিনবো কাইল ১ টাকার সোনালী কয়েন ১০০ টাকায় কিন্ন্যা বেচবো আর পরশু ডুল্যান্সারে ক্লিকায় পয়সা কামাইবো! পরদিন গলায় টাই ঝুলায়া ডাইন হাত বাম-হাত ফলায়া ডেসটিনির পিএসডি হইব! মাথার ঘিলু খানার ব্যবহার শিখলে ডাক্তার-রোগী নামক পৃথক দুই প্রজাতির সৃষ্টি হইত না, যাদের একদল চিরকালই নিজেদের বুদ্ধির জন্য লাভবান, অন্যরা নিজেদের বকদুল মার্কা ঘিলুর জন্য ঠক খাওয়া! মাথা খাটান, লাভবান হোন।

ফেসবুকে কর্ণেল সামুরাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।