আমি অবুঝ
সব মেয়েরা একই রকম কাঁদে,
শব্দ গুলো একই রকম শবদেহ
নদীর পরে নদীর মত প্রিয়,
অথই জলে হারিয়ে তুমি দিও
সব মেয়েরা একই রকম কাঁদে
ধারার পরে উষ্ণ পরশ একই রকম|
রকমফের আমিও করিনি কখন
শুধু পাল্টেছিলাম সাঁতার কাটার ধরন|
সব মেয়েরা একই রকম কাঁদে,
ভিজে রোদ্দুর ছুঁয়েছিল সেই মেয়েটার কাঁধ
বন জঙ্গল রাখা ছিল সেই দেশটার বুকে,
এক জীবনে লুকিয়ে ছিল অনেক রকম ফাঁদ |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।