কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি। আল্লাহর মাল আল্লাহ নিলো কান নিয়া গেলো চিলে,
বিচ্ছিন্ন ঘটনা ঘটতে দেখে কষ্ট লাগে দিলে।
রাস্তা ঘাট বেশ নিরাপদ বেডরুম দিবেনা পাহাড়া,
আইন শৃংখলা পরিস্থিতি বেজায় ভাল। - স্বরাষ্ট্রমন্ত্রি সাহারা।
দেশে খুন বেড়েছে, বাড়েনি তেমন অপরাধ,
পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চিন্তা দেন বাদ।
তিনি চোখ বুজলে না জানি দেশের কি হয়!
সীমান্ত হত্যা নিয়েও রাস্ট্র চিন্তিত নয়।
মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন হওয়ার ঘটেনি কারন,
এ সবই বিরোধী দলের চক্রান্ত, তাদের বিরুদ্ধাচারন।
সন্ত্রাসী বের করা হবে ১০০ হাত মাটির নিচ থেকে,
ভাত ছাইড়া আলু খাইবেন কে কে??
দ্রব্যমূল্য হাতের নাগালে ১০ টাকা সের চাল,
শেয়ার বাজার উপুত করলি তুই একটা মাল।
ভাংবো তবু মচকাবোনা হাড়,
কাউকে দেয়া হবে না ছাড়।
যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা,
ততদিন শুধু দেখমু-শুনমু কিচ্ছু আমরা কমুনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।