Google থেকে তথ্য বের করার অসাধারণ কৌশল ! ! !
গুগল আমার-আপনার, আমাদের সবার বস। এই বসের কাছে আমি যখন কিছু জানতে চাই , তখন কয়েকটা নিয়ম মেনে প্রশ্ন করি।
সুবিধা এটাই যে তখন বস উত্তর ঘুরিয়ে না দিয়ে, সোজা-সাপ্টা (এক কথায়) উত্তর দেয়।
আজ আমি সেই নিয়ম গুলো আপনাদের জানাব। :—
#বসের কাছে pdf ফাইলে ফলাফল দেখার জন্য ওই শব্দটির পর filetype:pdf লিখে সার্চ করুন।
যেমন: blog filetype:pdf
#যে কোনো শব্দের সংজ্ঞা বা অর্থ জানার জন্য শব্দের আগে define লিখে বসকে প্রশ্ন করেন। যেমনঃ-
Friend-এর সংজ্ঞা জানার জন্য define Friend লিখে সার্চ করুন।
#কোনো অঞ্চলের আবহাওয়ার খবর জানার জন্য weather লিখে তার পাশে ওই অঞ্চলের নাম বা শহরের নাম লিখে বসকে প্রশ্ন করেন। যেমন: weather Dhaka.
#আমার(আপনাদেরও) বস গনিত এর পন্ডিত। কোনো অঙ্ক বা হিসাবের ফলাফল জানার জন্য ওই সংখ্যাগুলো লিখে বসকে উত্তর জিজ্ঞাসা করেন।
ফলাফল চলে আসবে। যেমন: (500+200-100)*3 লিখে সার্চ করলে ফলাফল আসবে 1800।
এছাড়া, আরও অনেক নিয়ম থাকতে পারেন, কিন্তু আমি জানিনা। যা জানি তাই শেয়ার করলাম। আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।