চুদুরবুদুরডটকম’ লিখলে বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবপেজটি খুলে যাচ্ছে। তবে সংসদের ঠিকানাতেও ওয়েবপেজটি খোলা যাচ্ছে। বিষয়টি প্রথম জানাজানি হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে।
সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। তাঁরা নকল ঠিকানাটি বন্ধ করার চেষ্টা করছেন।
বাংলাদেশ জাতীয় সংসদের প্রকৃত ওয়েব ঠিকানা http://www.parliament.gov.bd। কিন্তু সংসদের ওয়েবপেজটি http://www.chudurbudur.com/ ঠিকানায় খোলা সম্ভব হচ্ছে।
গত ৯ জুন বিএনপির সাংসদ রেহানা আক্তার জাতীয় সংসদে বলেছিলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন। ’ তারপর থেকে এ বাক্যটি নিয়ে সংসদ ও সংসদের বাইরে ব্যাপক বিতর্ক চলছে। গতকাল স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদের কার্যপ্রবাহ থেকে ‘চুদুরবুদুর’ বাদ (এক্সপাঞ্জ) করা হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।