তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা মক্কা থেকে মদীনার পথ। ধূ ধূ মরুভূমির নির্জন পথে আরোহী দু জন। হযরত রাসূল মুহাম্মাদ সা. এবং তার সাথী ও বন্ধু হযরত আবু বকর রা.। রাসূল বসেছেন সামনে, আবু বকর তার পেছনে। যাত্রাপথের এ অংশটুকু আবু বকরের চেনা।
কারণ এ পথ দিয়েই শাম অঞ্চলে তার যাতায়াত হয়েছে আগেও। এ পথের দু পাশের গোত্র ও বসতির লোকগুলোও তাকে চিনে।
রাসূলকে নিয়ে মদীনার দিকে হিজরতের বিপদঘেরা পথে হযরত আবু বকরকে দেখে দূর থেকে লোকজন চিনতে পারলো। তারা এগিয়ে এসে তার কুশল জানতে চাইলো। এক পর্যায়ে আবু বকরের সাথী সম্পর্কেও তারা সাধারণভাবে কৌতুহলী হলো- কে তিনি? কী তার পরিচয়?
হযরত আবু বকর ভাবলেন, চারিদিকে শত্র“ঘেরা এমন দুঃসময়ে প্রিয়তম বন্ধু মুহাম্মাদের পরিচয় জানালে মক্কায় খবর পৌঁছে যাবে।
আবু বকর তাই লোকদেরকে তার সাথীর পরিচয় দিতে গিয়ে শুধু বললেন, ‘তিনি আমার পথপ্রদর্শক, আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। ’
হযরত আবু বকরের উদ্দেশ্য ছিল- ‘আখেরাতের সফলতার পথ’
। লোকজন বুঝে নিলো- ‘দুনিয়ার এ যাত্রাপথ। ’’। ।
।
বিপদসঙ্কুল সময়ে সত্যের মোড়কে হযরত আবু বকরের বুদ্ধিদীপ্ত উত্তরের এমন কৌশলী প্রকাশ তাদের দু জনকেই নিরাপদে পৌঁছে দিয়েছিল মদীনার সীমান্তে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।