মানুষের অভাবে আমি অমানুষ... জার্মান দার্শনিক নিটশে লোকদের ডেকে চিৎকার করে বলেন- আকাশের দিকে তাকিয়ে দেখো অনন্ত শুন্যতা বিরাজ করছে। তোমরা বলছ ওই শুন্য এর মাঝে ঈশ্বর আছেন।কিন্তু কোথায় ঈশ্বর? যদি কখনো থাকতো এখন কই? এখন নেই, শুন্য। ঈশ্বরের আর অস্তিত্ব নেই। God is dead. ঈশ্বর মৃত- এই ঘোষণার মাধ্যমে তিনি আরেকজন ঈশ্বর সৃষ্টির ধারনা দিলেন।কারণ মানুষ শূন্যতার মাঝে বাস করতে পারেনা। তার একজন সঙ্গী লাগেই যে তাকে আপদে বিপদে সাহস যোগাতে পারে। মানুষ ই ঈশ্বর সৃষ্টি করেছে, মানুষ যেদিন থাকবেনা, ঈশ্বর ও সেদিন থাকবেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।