ব্লগে আস্তিক নাস্তিক ক্যাচাল সে এখন অনেক পুরানো বিষয়। এর বাইরে সিন্ডিকেট আর লুল ক্যাচালই এখনকার আদর্শ ক্যাচাল। আদর্শ বললাম যেহেতু এ বিষয়ে অলরেডি একটা পোস্ট স্টিকিও হয়েছে। তবে নাস্তিকরা দমে যায়নি। নানান সময় নানানভাবে ধর্মতত্বনিয়ে তাদের গাত্রদাহ চলছেই। যদিও তার অধিকাংশ খ্রিস্টান মিশনারী সাইট থেকে কপি করা। তবে ইদানিং ব্লগে নাস্তিকরা ধার্মিকদের "ধর্মগাধা" বলে পরিচয় দিতে বেশ স্বাচ্ছন্দবোধ করছেন। কিছু ধর্মগাধার এ ব্যপারে আপত্তি থাকলেও অধিকাংশ ধর্মগাধারা এই বিষয়ে নিশ্চুপ । আমার প্রশ্ন হল তারা এই বিষয়টাকে কিভাবে দেখেন?। নাস্তিকদের এই ব্যঙাত্বক শব্দটা কি ধার্মিকদের গালি দেওয়া নয়??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।