বাঙলা কবিতা ।। নভেম্বর, ১৯৯৭ ।। --------------- এখনই জ্বলবে রাত্রির নীল আলো ধনেশের ঠোঁটে নিভবে দিনের হাসি তা না হলে, হৃদয়ের সাঁওতালও সাথে নিয়ে এই লুসাই-গ্রামে আসি! লুসাই মেয়ে, কঙ্কা রোজারিও, আমারও জিভে পানের লালিমা দিও পাহাড়ি পান আমিও ভালোবাসি। নামুক না শীত! এটা তো পৌষমাস! শীত-রাত্রির আমরাই কৃতদাস! চলো নিয়ে আসি আঁধারের তল্লাসী। দূর-পাহাড়ের নাম কি টেবিল-হিল? বেথেল পাড়ায় কার বউ এতো কাঁদে? খোঁপায় জড়াও রাত্রির টারসিল, ঘুমাবে চলো, জোনাকি-দলের ফাঁদে। কথা নয় কোনও, আমরা তো চুপচাপ, আমাদের কথা আঁধারেই বিধৃত; আমাদের ছায়া পাথরে-পাহাড়ে ছাপ, তোমাদের গাঁয়ে সূর্য এতোটা মৃত! ----------------- চায়না-ক্রো পাড়া, রুমা, বান্দরবান। -----------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।