বৃষ্টি স্নাত আজি এ দুপুড়ে জনারন্য অচিন শহরে তুমি আমি নিঃস্পলক চেয়ে হ্নদয়ের লভা উত্সারিত তব মম প্রতি নিঃস্বাশে। অন্তপুড়ে জেগেছে অগ্নীগিড়ি ফিড়ব না ফিড়ব না আজ বাড়ি বিমুগ্ধ চিত্তে চেয়ে আছ অঙ্গে রহিয়াছে নীল শাড়ি বৃষ্টির ফোটা শিশীর সম বিন্দু বিন্দু ঘাম সম বদনে তব ছড়ায়ে ছিটায়ে চাওয়া পাওয়ার অপূর্ব ক্ষণে র্নিবাক নিস্পলক আবেদনি নিঃশব্দ বাক্য আমাকে ভাসায় অবলিলায় অনবরত ভাসায় আর ডুবায় ভালবাসার নৈঃস্বর্গিক ধূম্রজালে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।