"যখন তুমি এসেছিলে ভবে, কেঁদে ছিলে তুমি-হেসেছিলো সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি-কাঁদিবে ভূবন। ".........
খালেদ আহমদ, সিলেটনিউজ২৪.কম 2012-05-02 16:16:13
অস্ট্রেলিয়ার সিডনী প্রবাসী সাংবাদিক ফজলুল বারী কয়েকদিন আগে প্রায় চ্যালেজ্ঞ দিয়ে লিখেছেন- ইলিয়াস আলী ও তার ভাইপো গাড়ি চালকের সমাধি হয়েছে পদ্মা বক্ষে। তিনি লিখেন- তুরস্ক সফরের সময় ও পরে নির্ধারিত হয় ইলিয়াস আলী’র ভাগ্য! সিলেট আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তুরস্ক সফরের সঙ্গী।
ফেসবুক সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই গুরুত্বপূর্ণ খবরটি পড়ে তোলপাড় শুরু হয়।
সাংবাদিক সহ অনেকেই আগ্রহী হয়ে ওঠেন,জানতে চান-কে এই সিলেটের গুরুত্বপূর্ণ নেতা ? যিনি প্রধানমন্ত্রীর সাথে তুরস্ক সফরে গিয়েছিলেন? খোঁজ নিয়ে জানা যায় সিলেট থেকে মেয়র কামরান এবং একজন ব্যবসায়ী ছিলেন প্রধানমন্ত্রীর সয়র সঙ্গী। তুরস্ক থেকে ফিরে মেয়র কামরান সংবাদ সম্মেলন করে তার বিবরন দিয়েছেন। ফজলুল বারীর লেখা ‘তুরস্ক ষড়যন্ত্র’র পরই আলোচনার তীর যায় মেয়র কামরানের দিকে। এদিকে, ফেসবুকে কামরানকে জড়িয়ে এসব প্রচারণার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বিষয় আলোচনা করতে আমার তুরস্ক যাওয়া লাগবে কেন ? আমার তুরস্ক সফর ছিল একটি রাষ্ট্রীয় সফরের অংশ। ’
ফজলুল বারী লিখেছেন-“তুরস্ক সফরের সময় ও পরে নির্ধারিত হয় ইলিয়াস আলী’র ভাগ্য! সিলেট আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তুরস্ক সফরের সঙ্গী।
সেখানে এক বৈঠকে তিনি বলেন, ইলিয়াস আলীর জন্য তারা সিলেটে টিকতে পারছেন না। যা তা’ সব জঘণ্য ভাষায় সে বক্তৃতা দেয়! যার তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার করে! বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য অনুরোধ করা হয়। এরপর তুরস্ক থেকে ফেরার পর সেই নেতা সহ আরও কয়েকজন সিলেটি নেতা তাদের নেতার সঙ্গে দেখা-বৈঠক করেন। সেখানেও একই অনুরোধ-কান গরম করে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আর্জি জানানো হয়। ওয়াকিফহাল সূত্রগুলোর মতে মূলত ওই দুই বৈঠকেই সিলেট বিএনপির এককালীন সন্ত্রাসী ক্যাডার, হালের জনপ্রিয় নেতা,সাবেক এমপি ইলিয়াস আলীর ভাগ্য নির্ধারিত হয়ে যায়! একটি সংস্থাকে বিষয়গুলো দেখতে বলে দেয়া হয়”।
তার লেখার আরেকটি অংশ হচ্ছে- “ইলিয়াস আলী মূলত তাকে তুলে নিয়ে যাওয়া(১৭ এপ্রিল মধ্যরাত)বাহিনীর হাতে ছিলেন ৩ দিন। ঘটনা ঘটানোর পর ঢাকা থেকে সংক্ষিপ্ত একটি বার্তা আসে, “খরচ হয়ে গেছে”! সূত্রগুলোর মতে ‘খরচের’ পর গভীর রাতে একটি গাড়ি গোয়ালন্দের নিঝুম একটি এলাকায় গিয়ে থামে। তাজা দুটি লাশ নামিয়ে দেয়া হয় পদ্মা নদীতে! বিন লাদেনের কবর পাছে যদি আবার তীর্থস্থান হয়ে যায় সে ভয়ে মার্কিনিরা তার মৃতদেহের সাগর সমাধি ঘটিয়েছে। ইলিয়াস আলী ফিরলে উল্টো উৎকট পরিস্থিতির আশংকায় তাকে বা ঘটনার সাক্ষী গাড়ি চালককেও তাই আর মৃত অবস্থাতেও ভূমিতে রাখা হয়নি! এভাবে বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার ভাইপো গাড়ি চালকের সমাধি হয় পদ্মা বক্ষে”!
তিনি আরো লিখেন- আমার লেখাকে অসত্য প্রমাণের সাফল্যে(!),দুটি জীবন যদি ফিরে আসে, তাদের স্বজনদের কাছে এরচেয়ে বেশি আনন্দের কিছু হতে পারেনা। তবে আমার লেখার তথ্য সমূহ অসত্য প্রতিষ্ঠিত করতে সংশ্লিষ্টদের অবশ্যই ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসারকে জীবিত হাজির করতে হবে।
ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও লোকমুখে ইলিয়াস নিখোঁজ নিয়ে অভিযোগ অস্বীকার করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বিষয়টি রহস্যজনক উল্লেখ করে এ রহস্যের উদঘাটন দাবি করেন। বুধবার অনলাইন বাংলা নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেয়র কামরান বলেছেন, এই অপ্রপ্রচার সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে এটি হাস্যকর। তিনি বলেন, ‘ফেসবুকে অনেকেই অকেনকিছু পোস্ট করতে পারে।
তবে এ প্রচারণার কোনো প্রতিবাদের প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, ‘যদি কোনো মিডিয়ায় সেটি আসে তাহলে আমি এর প্রতিবাদ জানাব’।
উল্লেখ্য, ‘তুরস্ক সফরের সময় ও পরে নির্ধারিত হয় ইলিয়াস আলীর ভাগ্য’! এই একটি লেখার মাধ্যমে সিলেটসহ সারাদেশে ইলিয়াস আলীর নিখোঁজের পেছনে মেয়র কামরান জড়িত রয়েছেন বলে প্রচার হয়। এছাড়া, মেয়র কামরান সম্প্রতি তুরস্ক সফরের সময় প্রধানমন্ত্রীর কাছে ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দেন বলে কথা ওঠে। এ বিষয়টিকে কেন্দ্র করে ‘ইলিয়াস আলীকে মেয়র কামরান গুম করেছেন’ ইঙ্গিত করে সামাজিক ওয়েবসাইটগুলোতে মন্তব্য পোস্ট করেন কেউ কেউ। ফেসবুকে তাকে জড়িয়ে এসব প্রচারণার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বিষয় আলোচনা করতে আমার তুরস্ক যাওয়া লাগবে কেন ? আমার তুরস্ক সফর ছিল একটি রাষ্ট্রীয় সফরের অংশ।
’প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন এমন প্রচারণার খণ্ডন করে তিনি বলেন, ‘তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে এতো কথা বলার সময় ছিল না। সেখানে সিলেটের রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। অনেকগুলো কর্মসূচিতে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী, তিনি ও তাদের সফরসঙ্গীরা। ইলিয়াস আলীর নিখোঁজ নিয়ে তিনি অত্যন্ত মর্মাহত এবং একইসাথে উদ্বিগ্ন বলে জানান View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।