বর্তমান সরকারের দেশের পরিস্থিতি কি ভাবে মোকাবেলা করতে হয় জানা থাকলে ও এই বছরের শেষ পরীক্ষায় (সমাপনি পরীক্ষা, ১৪১৯) ১০ এর মধ্যে ৭ পেয়ে (৭০%) A গ্রেড পেয়েছে। এতে বিশিষ্ট মহলের অনেকেই উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে ছাত্রছাত্রীরা গণহারে যেভাবে A+ পায় সেখানে পুরনো প্রশ্নে পরীক্ষা নেয়ার পরেও A পাওয়া দুঃখজনক। তবে তারা আশা প্রকাশ করেন যে, এই ধারা অব্যাহত থাকলে আগামী বছর অর্থাৎ ১৪২০ সালে পেয়ে দেশকে এক অনন্য মর্যাদায় নিয়ে যেতে পারবে। এদিকে বিরোধী দলীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই সরকারের কথায় এবং কাজে মিল নেই নইলে সব কিছু জানেন বলে দম্ভোক্তি করার পরেও কেন তারা A+ পেলনা। তিনি দাবি করেন যে, বর্তমান সরকারের পক্ষে A+ পাওয়া সম্ভব নয়, আমরাই জনগণকে সাথে নিয়ে সরকার গঠন করে ১৪২০ সালেই A+ পেয়ে দেশকে অনন্য মর্যাদায় নিয়ে যাব।
জনগণের আবেগের কথা মাথায় রেখে প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে। তবে সরকার এসব সমালোচনা অগ্রাহ্য করে বলেন, অতীতের সরকার যেখানে টেনেটুনে পাশ করত আমরা সেখানে A পেয়েছি। ভবিষ্যতে আমাদের A+ পাওয়ার ও পরিকল্পনা রয়েছে। ট্রাইব্যুনালের কয়েকটি রায় পেন্ডিং আছে। তাছাড়া বিরোধী দলীয় নেত্রীকে গ্রেফতার করার ও সম্ভাবনা রয়েছে।
সরকার বিরোধী দলের কর্মসূচীর সাথে মিল রেখে হরতাল ও করতে পারে। বিরোধী দলীয় নেত্রীকে কিভাবে গ্রেফতার করা হবে জানতে চাইলে তিনি গত তত্ত্বাবধায়ক সরকারের দিকে ইঙ্গিত করে বলেন, এটা কোন ব্যপার না ইচ্ছাটাই আসল। এদিকে সাধারণ জনগণ এ ব্যপারে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা বলেন সরকার চাইলেই A+ পেতে পারত। রবিবারে হরতাল করানো তেমন কোন ব্যপার ছিলনা, শনিবারের সমাবেশে হেফাজতে ইসলামের দুই চারটা লাশ ফেলে দিলেই তারা অন্তত রবি, সোম দুদিন হরতাল করত।
এতে ৮০% মার্কস পেয়ে তারা সহজেই A+ পেত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।