সেই দিন দূরে নয় যেদিন এই সোনার দেশের মানুষেরা সর্বক্ষেত্রে এই বিশ্বে মাথা উচু করে দাঁড়াবে। ইনস্ট্যান্ট মেসেজিং বা চ্যাটিং এখন শুধু যোগাযোগ নয়, আড্ডা-বিনোদনেরও অন্যতম মাধ্যম। আর এটি এখন আমাদের ছোট মুঠোফোনেই করা যায় যখন তখন। কিছু জনপ্রিয় ফ্রি সফটওয়্যার আছে যেগুলো মুঠোফোনে ইনস্টল করলে আপনি ইনস্ট্যান্ট মেসেজিং বা চ্যাটিংয়ের পাশাপাশি পাবেন আর চমত্কার কিছু সুবিধা। তবে এজন্য আপনার প্রয়োজন হবে জাভা অ্যাপ্লিকেশন সমর্থন করে এমন মাল্টিমিডিয়া হ্যান্ডসেট।
একই সঙ্গে হ্যান্ডসেটে ইন্টারনেট সংযোগও সক্রিয় থাকতে হবে। নিমবাজ, মিগ ৩৩, রকিটক—এই ৩টি সফটওয়্যার বর্তমানে মুঠোফোনে চ্যাটিং ও ছবি আদান-প্রদানের জন্য খুবই জনপ্রিয়।
নিমবাজ
মুঠোফোনে চ্যাট করার একটি জনপ্রিয় সফটওয়্যার হলো নিমবাজ। এতে পাবেন একই সঙ্গে ইয়াহু, গুগলটক ও ফেসবুকে চ্যাট করার সুযোগ। আরও রয়েছে ছবি, গান ও যে কোনো ফাইল সেন্ড করার সুবিধা এবং বিনামূল্যে ভয়েস কলের সুবিধা।
সহজেই ডাউনলোড করতে পারেন যঃঃঢ়://ধিঢ়.হরসনুুঁ.পড়স থেকে।
মিগ ৩৩
এটি হচ্ছে গ্রুপ চ্যাটিং করার সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন। এতে পাবেন নিজের প্রোফাইল তৈরি, ই-মেইল পাঠানো, ছবি শেয়ার ও অনলাইন গেমস খেলার সুবিধা। আরও আছে ইয়াহু, গুগল ও ফেসবুকে ইনস্ট্যান্ট মেসেজিংয়ের সুযোগ। এর সর্বশেষ সংস্করণ পাবেন http://mig33.com —এই ঠিকানায়।
রকিটক
টেক্সট চ্যাট, পিকচার চ্যাট ও ভয়েস চ্যাট একই সঙ্গে করতে চাইলে আপনার প্রয়োজন রকিটক। মুঠোফোনে ভয়েস চ্যাটের জন্য এটি খুবই জনপ্রিয়। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন http://m.rocketalk.com সাইট থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।