আমাদের কথা খুঁজে নিন

   

খোমাখাতায় চ্যাট-চ্যাটানি

আমি বিলাত থাকি, কামলা খাটি আমি: ওই মাম্মা তর মুপাইলে নেট কানেকশান আছে? গাজী মামা: হ মাম্মা, না থাকলে কি তুই কি নয়া মুপাইল দিতি নাকি? আমি: হ আমি তরে মুপাইল দিই আর মামীর গজবে আমার বউ আমার লাইফ ইনসুরেন্সের টেকা দিয়া তরাতরি মৌজ করা শুরু করুক! গাজী মামা: ক্যান এই কথা কইলি ক্যান? আমার বউ তরে ঝাড়ু দিয়া পিডাইয়া মারবো নি? আমি: আরে মাম্মা, তুমার বউ আমারে ঝাড়ু দিয়া পিডানোর লাইগ্যা পাইবো কই? আমি তো থাহি বিলাতে। তয়, মাশাল্লাহ, আমারে যে গজব দিবো তাইতে আমি ইলিয়াস (গুম)হইয়া যামু। গাজী মামা: যাহ ব্যাটা, তুই একখান আই-ফুন দিলে তর মামী গজব মারবো ক্যান? আমি: আরে মাম্মা, আমি তুমারে আই-ফুন দিলে তুমার মালদার শ্বশুড় আব্বার অপমান হইবো, আর হের লাইগ্যা মামী আমারে গজব মারবো। গাজী মামা: কস কি মমিন? তুই আমারে আই-ফুন দিলে শ্বশুড় আব্বার অপমান হইবো ক্যান। আমি: আরে মাম্মা, তুমার আব্বা-ইন-ল হইলো মালদার, জামাই বন্ধুর কাছ থেইক্যা আই-ফুন নিসে হুনলে হের প্রেসটিজ লুংগী ছেঁদা হইয়া যাইবো।

বাপের অপমান হইলে মাইয়া কি কিসু না কইরা থাইকতে পারবো? তয় মাম্মা, ঈমানে কইতাসি তুমার লাইগ্যা একখান আই-ফুন দেইখ্যা রাখসি। গাজী মামা: হ, তুই খালি দেইখ্যাই রাখবি। দিবি তো না। আমি: আরে কি কয় না কয়, তুমারে দিমুনা তো আর কারে দিমু?লেকিন, তুমার শ্বশুড় আব্বার লগে বেদ্দপি করন কি ঠিক হইবো?আমি পুলা খারাপ হইতারি কিন্তু বেদ্দপ না। আম্মায় কইসে, মুরুব্বীগো লগে বেদ্দপি করলে খোদা নারাজ হয়।

আমি এমনেই পাপী মানুষ, আর পাপ করতে কইয়ো না গো। (বুক কিলাইয়া কান্নার ইমো হইবো) গাজী মাম্মা: বুঝছি, তুমি হালায় ছাকিপ খানের লাগান রংগ-লীলা শুরু করসো। আমি: গাজী সাহেব, তুমি কমেন্ট চাইলেই কমেন্ট পাবে, মেসেজ চাইলেই মেসেজ পাবে, লাইক চাইলেই লাইক পাবে; কিন্তু আই-ফুন চাইলেই পাবেনা। গাজী মামা: তরে আমিই অহন গজব মারতাসি। আসমানি বলা, জমিনী বলা তোর উপ্রে নাজিল হউক।

তর মাথায় ঠাডা পড়ুক; তর আই-ফুন ধ্বংস হউক...........তর ঠুঠ......ঠুঠ.....ঠুঠ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।