এই বালের জাম মারকা ঢাকা শহরে বাইকের কন বিকল্প নাই। গরিব দুক্ষি জনগনের ক্রয় খমতার মদ্ধে এবং খুবই ভাল মাল হল এই বাইক। কিন্তু আবুল মাল এই বাইকের ট্যাক্স বারানির প্রস্তাব দিসে আসন্ন বাজেটে!?? পাশের দেশ ভাদাতে ১৫০ সিসির হাঙ্ক, এফ জেড, সি বি যি পাওয়া যায় ৭০ হাজার রুপিতে কিন্তু সেই একই মাল আমাদের কিনন লাগে ১৯৮০০০- ২৪৩০০০ টাকায়???!!!!! বাজেটের পর এই গুলারই দাম বেরে হয়া যাবে ২১৫০০০০- ২৬৫০০০!!! হহালায় ভাদা বাইকের দাম বারালি কিন্তু দেশি মাল ওয়ালটনের দাম তা ত কমাবি? হালায় ১৪০ সিসির ওয়লাটন এক্সপ্লর কিনতে লাগে ১৪০০০০০!! গরিবের পেতে লাত্থির উপ্রে লাত্থি!! কই জামু!!! ভাবসিলাম একটা পুরান ইয়ামাহা এফ যেড কিন্মু!! তাও মনে হয় হইব না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।