আমাদের কথা খুঁজে নিন

   

কাদা-মাখা দিনগুলো..

বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে । ছোটবেলার আমকুঁড়ানোর দিনগুলোর কথা খুব বেশী মনে হচ্ছে ,জলামগ্ন পথে ফুটবল খেলা ,বলটি পানিতে পড়লে লাফ দিয়ে পানিতে পড়া ,পানিতে ডুব দিয়ে বৃষ্টির শব্দ শুনা ,বন্ধুদের সাথে পাল্লা দিয়ে ইচ্ছেমত সাঁতড়ে বেড়ানো ,স্কুলে না যাওয়ার অজুহাত দেখানের জন্য স্কুলড্রেস নিয়ে স্বেচ্ছায় পিছল খেয়ে রাস্তায় পড়ে যাওয়ার কাহিনী ,দুষ্টুমির জন্য মায়ের বকা খাওয়া , তারপর ভয়ে ভয়ে রাত্রে বড়দের সাথে নিয়ে ঘরে ফেরা ... ... .... .... আজ ? চারদেয়ালের সীমানা আমার মুক্ত আকাশকে কেড়ে নিয়েছে ,কাদার কোমলতা কেড়ে নিয়ে ইট-পাথর আর পিচ-ঢালা পথের কঠিনতা দিয়েছে, নিখাঁদ ভালবাসা কেড়ে নিয়ে কৃত্রিমতায় আবদ্ধ করেছে , আজ ,ফেলে আসা পথের ধূলোতে হারিয়ে যেতে বসা অনেক আহব্বান জড়ো হয়েছে, সাড়া দেয়ার অক্ষমতা হৃদয়ের গহীনে প্রচুর রক্তক্ষরণ ঘটাচ্ছে, চোখের নুনতা জলের ঢেউগুলোর মাঝে অনেক ব্যাথা বাঁজছে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.