আমাদের কথা খুঁজে নিন

   

Nanny McPhee and The Big Bang শিশুদের নিয়ে একটি অসাধারণ মুভি

আমি খুবই সাধারণ একজন। গত কিছুদিন আগে একটি বই পড়ছিলাম। সেই বইটিতে একটি কথা পড়েছিলাম। কথাটি হলো “ একজন বিখ্যাত মানুষকে দিয়ে কি হয় ? কিছুই হয়না, কিন্তু একশ জন খাঁটি মানুষকে দিয়ে একটি দেশ পাল্টে দেয়া যায় " দেশ পাল্টানোর কথা বলছি না, একটি পরিবারের কথা বলছি যেটাতে একজন মানুষের উপস্থিতিই পরিবারকে বদলে দেয়। একেবারে বদলে যায় সবকিছু।

শিশুতোষ সিনেমা দেখার আগ্রহ জাগে এই পোস্ট দেখে। আমি একটি সিনেমার কথা বলছি যেখানে একজন চাকরানী ( nanny) যে একটি পরিবারকে বদলে দেয়। সেই চাকরানীটির নাম হচ্ছে Nanny Macphee. যার উপস্থিতিতে একটি পরিবার বদলে যায়। এমন একটি পরিবার যার প্রধান পুরুষ যুদ্ধে গেছেন। কি হয়েছে তার তেমন কোন খবর নেই।

পরিবারে মা’ই বর্তমানে অনেক কষ্ট করে সংসারটি চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাকে বাইরে কাজ করতে হয়। সেই সাথে তিনি নিজেদের খামার বাড়িটিকেও চালিয়ে নিচ্ছেন। যাতে আবার ভাগ রয়েছে তার দেবরেরও অংশ। যে যেকোন ছুতোয় চায় খামারবাড়িটিকে বিক্রি করে টাকা পেতে।

কিন্তু এ খামার বাড়ি বিক্রি করলে তাদের সংসার চলবে কি করে। এদিকে তার স্বামী কখন যুদ্ধ থেকে ফেরত আসবে তার কোন খবর নেই। আর পরিবারের অন্যান্য সদস্য তথা দুই ভাই ও একজন বোন পরষ্পর মারামারি করে । তাদের মধ্যে সদ্ভাব নেই। এর মাঝে আবার তাদের আত্মীয় থেকে দুজন আসে যাদের মধ্যে একজন ছেলে একজন মেয়ে।

এরা আসার পর এই শত্রুতা ভাব আরো জোরালো হয়। বাড়ির বর্তমান পরিচালক ( ইসাবেল) একদিন অদৃশ্য ভাবে শুনতে পায় যে আপনার একজন nanny’র প্রয়োজন। কিন্তু সে ভাবে কিভাবে এই অর্থকষ্টে পতিত পরিবারে কিভাবে অতিরিক্ত একজন পরিচারিকা রাখতে পারেন। এরপর সেই nanny নিজেই উপস্থিত হয়। সে পরিবারকে বদলে দেয়।

তিনি পাঁচটি শিক্ষা দিয়ে পরিবারকে বদলে দেন। প্রথমে এই শিশুরা এই nanny-কে না চাইলেও তিনি জোর করে থাকেন । কিন্তু যখন শিশুরা চায় যে, তিনি থাকুন কিন্ত যখন প্রয়োজন নেই । তখন তিনি থাকেন না। সিনেমাটির ভাষায় “ When you need her but do not want her, then she must stay But when you want her but no longer need her, then she has to go.” তো যে পাঁচটি শিক্ষা দান করেন তা হলো-।

না বলার দরকার নেই। কিভাবে সেই পরিবারটিকে স্থিতিশীলতা ও পরষ্পরের প্রতি সহমর্মিতা নিয়ে আনে তা দেখার মতো। সেই সাথে শিশুদের জন্য বাবা-মা'র প্রয়োজনীয়তা সিনেমাটি সুন্দরভাবে ফুটে উঠেছে। সেই সাথে যেসব পরিবারে পিতা ও মাতার বিচ্ছেদ হয় সেই সন্তানদের মন:কষ্ট সুন্দরভাবে উপমা আকারে তুলে ধরেছেন। সেই সাথে কিছু ধূর্ত মানুষ ( সিনেমাতে ইসাবেল এর দেবর) এর সুযোগ লাগিয়ে মিথ্যাচার ও অর্থের প্রতি লোভে অন্য পরিবারকে নিয়ে ছিনিমিনি খেলাও পরিচালক সুন্দরভাবে তুলে ধরেছেন।

সিনেমাটা দেখে নিন। বুঝতে পারবেন । অনেক সুন্দর মুভি শিশুদের নিয়ে। ও হো সিনেমার নামই তো বলা হয় নি। সিনেমাটি’র নাম হলো Nanny Macphee and The Big Bang. তো ডাউনলোড করা যাক।

ডাউনলোড লিংক শুধুমাত্র ৩০০মেগাবাইট বিল্ট ইন সাবটাইটেল এরকম আরো কয়েকটি শিশুতোষ সিনেমার ডাউনলোড লিংক Jumanji পাসওয়ার্ড: urgrove.com The Little Rascals Tare Jameen Par I am Kalam এই অসাধারণ সিনেমাটি নিয়ে পরবর্তীতে লিখবো। এবার একটি সাহায্যা চাচ্ছি। কেউ পেলে আমাকে Gattu সিনেমার লিংক দেন। ( gandu নয়) আইএমডিবি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.