......... একদা রাসুল সা. সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে বসে ছিলেন, এমন সময়ে এক বেদুঈন মসজিদে আগমণ করল এবং সকলের সম্মুখেই মসজিদে পেশাব করে দিল। উপস্থিত সাহাবীরা তাকে ধরে উত্তম মাধ্যম দিতে চাইলে রাসুল সা. বললেন, না, তাকে ছেড়ে দাও। অত:পর সব শেষে রাসুল সা. তাকে ডেকে বললেন, শোনো, নিশ্চয় মসজিদ পেশাব-পায়খানা কিংবা কোন নোংড়া কাজের জায়গা নয়, এই ঘর হল ইবাদতের জন্য, এখানে নামাজ এবং আল্লাহর জিকির হবে। রাসুল সা. রাগ প্রকাশ না করে ঠান্ডা মাথায় তাকে কথাগুলো এভাবে বললেন...... তারপর লোকটি তার গোত্রে চলে গেল..... এবং সেখানে গিয়ে চিৎকার করে বলতে লাগল ... মা যাজারানি ওয়া মা কাহারানি.... আমি মসজিদে পেশাব করে দিলাম অথচ তিনি আমাকে ধমক ও দিলেন না, তিরষ্কার ও করলেন না.. গাল মন্দ ও করলেন না...... এমন সুন্দর ব্যবহার আমি কখনো পাইনি..... তারপর লোকটি তার কওমের লোকদের নিয়ে রাসুল সা. এর নিকট এল এবং সকলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করল। (বুখারী ও মুসলিম)। শিক্ষণীয়: নাস্তিকরা মানবতার নামে পশুবৃত্তির চর্চা করে থাকে। আমাদের উচিত তাদের গালি গালাজ না করে ভদ্র ব্যবহার করা এবং ধৈর্য্যের সাথে উত্তর দেয়া আর যদি সহ্য সীমার বাইরে হয় তবে সযত্নে এড়িয়ে চলাই উত্তম। কমপেক্ষ আমরা যেন সবসময় ভাল এবং ভদ্র থাকতে পারি আল্লাহ তায়ালা তাওফীক দান করুন। ফেসবুক থেকে সংগৃহীত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।