আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের যাঁতাকলে সরকার: কী হতে পারে তাদের স্ট্রাটেজি.....

একজন খেটে খাওয়া সাধারণ মানুষ.... টালমাটাল পরিস্হিতিতে এখন মহাজোট সরকার- সাংবাদিক জুটি খুন, টিপাইমুখ ইস্যু, পদ্মা সেতু কেলেংকারী, বিদেশী দুত খুন, রেলওয়ে গেট কেলেংকারি, অর্থনীতিতে ধ্বস, খুন-রাহাজানি এসব যখন সরকারের নাভীস্বাস দশায় এনে ঠেকিয়েছে তখনই ইলিয়াস আলী ইস্যু- গোদের উপর বিষ ফোঁড়ার মতো আবার সোহেল তাজ- বেরসিকের অসময়ে রসিকতা!!! বড়ই বেকায়দায় এখন এই সরকার- তবে, রাজনীতিতো আর থেমে থাকবেনা কৌশলতো একটা কিছু নিতেই হবে- এবং ইতিহাস বলে- ইতিবাচক বা নেতিবাচক যে কোন উপায়েই এই অবস্হা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে সরকার..... কি হতে পারে সে পদক্ষেপগুলি? কেমন হতে পারে আমাদের নিকট ভবিষ্যতের দিনগুলি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।