আমাদের কথা খুঁজে নিন

   

ইভাকুয়েটেড টিউব ট্রান্সপোর্ট: পরিবহণ ব্যবস্থার বিস্ময়কর অধ্যায়।

ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। নব্বই দশকের শুরুতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডারিল অস্টার এ যানটির পরিকল্পনা করেন এবং ১৯৯৭ সালে তিনি ইটিটির জন্য পেটেন্ট লাভ করেন। স্বয়ংক্রিয় নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে এটি চলাচল করবে। যানটি চলাচলের রাস্তা হবে এরকম ইটিটি ফ্যাক্টসঃ প্রস্তুতকারক দেশঃ কোরিয়া ওজনঃ ১৮৩ কেজি দৈর্ঘ্যঃ ১৬ ফুট পরিবহণ ক্ষমতাঃ ৪-৬ জন/৮০০-৯০০ পাউন্ড গতিবেগঃ ঘণ্টায় চার হাজার (৪০০০) মাইল! অর্থাৎ প্রতি ৬ ঘন্টায় এটি পুরো পৃথিবী ভ্রমণ করতে পারে। জেমস বন্ড সিরিজের লিভিং ডে লাইটস মুভির সেই যান যেটি গ্যাস পাইপের মধ্যে দিয়ে ছুটে চলে সেটি এখন বাস্তব !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।