আমাদের কথা খুঁজে নিন

   

এই পৃথিবীতে মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। সকল প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। কথায় আছে "সবার উপরে মানুষ সত্য তাহার ্বুপরে নেই।" কিন্তু এই মানুষ যেখানে অসহায়"।

আমারদেশ আমার প্রেম ১। ঢাকা শহরে চিন্তায়কারীর কবলে পড়লে। ২। অতিরিক্ত মশার কবলে পড়লে। ৩।

হঠাৎ অসুস্থ হলে। ৪। হঠাৎ গাড়ী একসিডেন্ট করলে। ৫। ভূমিকম্প হলে।

৬। গুলিস্তান দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ দেখলেন আপনার পকেটের দামী মোবাইল টি নেই। ৭। লেখাপড়া শেষ কিন্তু সিভি জমা দিতে দিতে চাকুরি না হলে। ৮।

একটা মেয়েকে ভালোবাসলেন কিন্তু সে যদি আপনাকে পাত্তা না দেয়। ৯। পরীক্ষার হলে গিয়ে দেখলেন যা পড়ছেন তা কমন পড়েনি। ১০। যখন সকাল বেলা ঘুম থেকে উঠবেন হঠাৎ দেখবেন আপনার প্যান্ট/লুঙ্গি ভিজা।

হি হি!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।