আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে ৪ দিনের বিরতি দিয়ে রবিবার থেকে আবারো শুরু হতে যাচ্ছে HPL = Hartal Premier League!!!

ভালো মানুষ হবার জন্য ভালো ছাত্র হতে চাই..সেটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাত্র... BPL'র পর বিএনপি নিয়া আসলো নতুন ভার্সন HPL !!! জাতি এতো বিনুদুন কই রাখপে কন তো আফনেরা?? ভাবছিলাম একটানা ২৫-২৬দিন ধরে এই টুর্নামেন্ট খেলে গত আওয়ামী লীগ শাসনের একটানা হরতাল দেওয়ার রেকর্ড ভাঙ্গাইয়া ফালাইব !!! কিন্তু আফছুস... বিএনপি মাঝখানে ৪ দিনের লাঞ্চ ব্রেক দিলো !!! যদি শনিবারের মধ্যে লাঞ্চ ব্রেকের অন্যতম আকর্ষণ ইলিয়াস আলী না আসেন তাহলে কিন্তু HPL আবারো মাঠে গড়াবে... তাছাড়া, ইতিমধ্যে বাজারেও চলে আসল নতুন ডায়লগ -"বেশী বাড়াবাড়ি করলে তোরে "গুম" কইরা দিমু !! খোদা আমারে উডায়া নাও নাইলে দড়ি ফালাও বায়া উডি যাই... সত্যিই তো বাংলাদেশের উপর কিছু গুম পেত্নীর কু-নজর পড়েছে !!!! কোনো উপায় আছে রক্ষার ??? আছে "পুরা দেশটারে বান দিয়া,ঝাড়-ফুঁকের ব্যবস্থা করতে হবে,আর বোতলে ভইরা সবগুলারে বঙ্গোপসাগরের নতুন সীমানায় ফেলতে হবে" ...... বলতেই হচ্ছে যে , নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ !! আল্লাহ্‌ই জানে সামনের দিনগুলি আমাদের কেমন যাবে?? তবে, দেশের জন্য দুয়া করা ছাড়া আমাদের মতন সাধারণ মানুষের এই মুহূর্তে আর কিছুই করার নাই... আর সবাই সাবধানে থাইকেন। ড্রইং রুম, ডাইনিং রুমে ঘুরঘুর করেন। কিন্তু ভুলেও বেডরুমে যাবেন না। কারন সরকারের পক্ষে বেডরুমের নিরাপত্তা দেয়া সম্ভব নয়!!!! ধন্যবাদ সবাইকে। ফি আমানিল্লাহ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।