আমাদের কথা খুঁজে নিন

   

বিরহ কি জানো

মনের মাঝে অনেক কথা ; জমাট বাঁধা আমায় কুঁড়ে কুঁড়ে খায়; আমি কবিতা লিখি না, হায় ! টুকরো টুকরো বরফ কুচি - গলে গলে কবিতা হয় । । এক দিন তোমরাও গলবে ভালবাসাতে , , ভাল বাসতে , , সে কথা বলে যায় । । ~~~// বিরহ কি জানো \\~~~ [ প্রথম কথোপকথন ] পূর্নিমা কি জানো ? - ওটা, প্রনয়ের রাত ।

সাগর ভালবাসে চাঁদকে, আর চাঁদ ছুটে আসে বালিকাবধূর সাঁজে সাগরের বুকে । । কখন হয় জানো ? - যখন চাঁদ, সুর্যের আদরে দিনে দিনে বেঁড়ে উঠে পরিপুর্ন যৌবনা হয়, যখন সন্ধ্যা তারা আর সপ্ত তারা সখির মতন তুমুল সাজিয়ে চাঁদকে আরো রূপবতী গুনবতী করে যখন আপরিমেয় রূপ দেখে হাজারও নক্ষত্র ঘিরে রাখে চাঁদকে । কেন হয় জানো ? - সাগরের বুকে উত্তাল মাতাল ডেউ তুলবে বলে । আজ কি তবে আমার বুকেও সাগরের তরঙ্গ ইন্দ্রনীল ?...... আমার উলট পালট হয়ে যাচ্ছে, ইন্দ্রনীল - অথৈ ।

আচ্ছা প্রেম কি জানো ? - ওটা, একান্ত মনে ভালবাসলে হয় । কখন হয় জানো ? - এ্তটুকু কাছে আসলে, না-তি দূরে গেলে miss করলে, মিছে-মিছি কষ্ঠ পেলে, বিনা কারণে অনুরাগ জমলে বিনা দ্বিধায় ভালবাসলে আর সময়ে অসময়ে মনের কথা লিখে পাঠালে । কেন হয় জানো ? -............ হু ম ম (নিরবতা) । তবে কি আজ আমার মনেও প্রেম জেগেছে ইন্দ্রনীল?... তোমাকে বড্ড কাছে পেতে চাই / তোমাকে অনেক কথা বলার আছে ইন্দ্রনীল - অথৈ । বিরহ কি জানো ? - ওটা, নিরব মনের ব্যথা ।

কখন হয় জানো ? - যখন এক চিলতে আকাশ - অনেক দূরে মনে হয়, পূরানো স্মৃতি হৃদ কম্পনের সঙ্গি হয়, মনে ভয় জাগে - স্বপ্ন ভাঙ্গার ভয় – হারানোর ভয় । যখন ভয় হয় বড় ভয় । । কেন হয় জানো ? - স্বপ্ন ভাঙ্গার দায় থাকে বলে । আজ আমিও বিরহি ইন্দ্রনীল / আমার চারিদিকে কেবল অন্ধকার / তোমাকে অনেক দূরে মনে হয় / আমার ভয় হয় , ভীষণ ভয় ইন্দ্রনীল ।

- অথৈ । সাজ্জাদ ফরাজী ১৩.১২.২০০৮ ইং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।