আজকের প্রথম আলোর সম্পাদকীয় পাতায় আনিসুল হকের একটা লেখা পড়লাম, তার লেখা আমার সব সময়ই ভালো লাগে। লেখার একটি জায়গার একটা ছোট অংশ দিয়ে শুরু করি। নারায়নগঞ্জের অনিমেষ, বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। নারায়নগঞ্জেই এক গেরিলা অপারেশনে আসার পর শহীদ হন তিনি। আগরতলার ক্যাম্পে তার বাবাকে ডেকে পাঠান কমান্ডার।
অনিমেষের রক্তাক্ত জামা আনতে পেরেছিলেন তার সহযোদ্ধারা। সেটা অনিমেষের বাবার হাতে তুলে দেওয়া হয়। বাবা কাঁদতে থাকেন। তিনি বলেন, আমি এজন্য কাঁদছি না যে আমার ছেলে কেন মারা গেল। আমি কাঁদছি আমার কেন মাত্র একটা মাত্র ছেলে।
আমার যদি আর একটা ছেলে থাকত, আমিতো তাকেও যুদ্ধে পাঠাতে পারতাম। পাঠক বৃন্দ এই আমাদের বাংলাদেশ। এরকম অসংখ্য বাবা, মা, ভাই বোনের আত্মত্যাগে অর্জিত আজকের এই বাংলাদেশ। এই আত্মত্যাগ আমাদের পূর্বপুরুষেরা করেছিলেন তাদের ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর একটি দেশ রেখে যাওয়ার জন্য। তারা ভেবেছিলেন দেশের অর্থিনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি আসবে।
কিন্তু আসলে বাস্তবে আমরা কি দেখছি? কতিপয় রাজনৈতিক দল তাদের নিজেদের এবং তাদের পা চাটা চ্যালা চামুন্ডাদের ছাড়া কার এই মুক্তি এসেছে? তারা নিজেদের ক্ষমতা এবং আধিপত্য বজায় রাখার জন্য কেউ গুম, খুন করতে কুন্ঠাবোধ করেনা আবার কেউ হরতাল অবরোধ করে নিরীহ সাধারণ মানুষকে পুড়িয়ে মারতে দ্বিধা করেনা। আমরা সাধারন মানুষ যেন টেনিস বল কখনও একদলের কোর্টে তো কখনও অন্য দলের। এই অবস্থা থেকে কি আমরা কখনই পরিত্রান পাবনা? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।