গতমাসের শেষ দিকে রাজবাড়ী জেলায় একজন পীর আগমন করেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে। আমি তাঁকে দেখিনি। এই পীরের অনেক ভক্ত রয়েছে রাজবাড়ীসহ আশেপাশের কয়েকটি জেলায়। পীরের আগমন উপলক্ষ্যে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া থেকে বহু তোরণ নির্মান করা হয়, যা আপাতঃ দৃষ্টিতে অপচয় বলে মনে হয়েছে। শোনা যায় এই পীরকে তার ভক্তবৃন্দ সেজদা করে।
তাছাড়া অনেক শিরকযুক্ত আমল আছে এই পীরের মুরিদদের। তাঁর মুরিদগণ নামাজ বা সুন্নতের উপর আমল করা বিশেষ দেখা যায়না। সবচেয়ে বড় কথা হল, এই পীরের মুরিদগণ তাঁকে মহানবীর বংশধর বলে প্রচার করেন। এখন আমার প্রশ্ন, এই উপমহাদেশে বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে মহানবীর কোন বংশধর আছেন কিনা, বা ছিলেন কিনা? এ সম্পর্কে ধর্ম বিষয়ক যাদের জ্ঞান আছে তারাই জবাব দেবেন প্লিজ। কোন ঢালাও মন্তব্য নয়।
আমি তাদের সম্পর্কে ভাল বা মন্দ কোন মন্তব্য করতে চাই না, শুধু জানতে চাই মহাবনী (সাঃ) এর কোন বংশধর এই উপমহাদেশে আছেন কিনা। এ সম্পর্কে ইতিহাস, কোন লেখা বা বিজ্ঞ আলেমগণের মতামত কী? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।