আমাদের কথা খুঁজে নিন

   

সামাউন খালিদ কলিন্স ভাই ব্লক খুলে দেন আমি প্রমান করবো আপনি চোর!!

......... ভাই আপনি আমার ব্লক খুলে দেন আমি প্রমান করে দেবো আপনি আমার ভিডিও কপি পেস্ট করছেন আপনে ফেবু থেকে ভিডিও নেন নাই!! ভয় পাইলে খুলার দরকার নাই!! ভয় না পাইলে খুইল্লা দেন!! আচ্ছা ভাই আপনের কি আমার ভয়ে বিচি কান্ধে উঠে গিয়েছিল!! ভাই একটু বিস্তারিত বলেন সবাই শুনতে চায় আপনার মিথা কথা!! আমি ইউটিউব এ ভিডিওটা আপলোড দিলাম আর সামু ছাড়া কোথাও ভিডিওটা শেয়ার করলাম না আর আপনে সামুতে আই পোষ্ট না দেখেই দিয়া দিছেন!! আপনে ভাই আমার থেকে সিনিওর ব্লগার!! আপনে আমার ভিডিও কপি পেস্ট মারলেন আবার আমার সাথেই মিথা কথা বললেন!! সাবাস ভাই আপনারে!!! যাদের কাছ থেকে আমরা শিখবো তারাই যদি এই কাজ করে তাহলে কেম্নে হয়!!! চুরার ব্লগ  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।