বছরের শুরুতেই সমগ্র ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে একটি বিশাল গোষ্ঠির জন্য যে অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত দুঃসংবাদ বয়ে নিয়ে আসে সেটি হচ্ছে ইন্টারনেটের পাইরেট সাইট মেগাআপলোড আকস্মিক বন্ধ হয়ে যাওয়া। বিগত বছরগুলোতে বিনা পয়সায় এই পাইরেট সাইটের বদৌলতে মুভি, সিরিজ ও সঙ্গীত অনুরাগীরা যে হারে সিনেমা ,সিরিজ ইত্যাদি ডাউনলোড করে মজা উপভোগ করছিলেন সেখানে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের এফ আই বি কর্তৃক সাইটের কর্ণধারদের গ্রফতার এবং সাইটটি বন্ধ করে দিলে বিশ্বের টিভি সিরিজ ও মুভিপাগলদের মাঝে বিষাদের ছায়া সৃষ্টি হয়। ঘটনার পরিপেক্ষিতে অনেকেই বিহ্বল হয়ে পরেন। এ যেন অনেকটা বাড়া ভাতে ছাই দেয়ার মত ঘটনা।
আবার অনেকেরই অশ্রু ঝরে অবিরত ।
তাহলে এখন কি হবে !?
তবে এটা দ্বিধা ছাড়াই বলা যেতে পারে যে, রাজনীতির পরিমন্ডলের ন্যায় ইন্টারনেটেও শেষ বলতে কিছু নেই। একটা জানালা বন্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি খুলে যায়। বেরিয়ে আসে আশার আলো এবং সম্ভাবনার দ্বার। একে একে সকল সমস্যার প্রতিকারের উপায় প্রতিয়মান হয় ।
তাহলে সমাধানটা কিভাবে হবে .........
হ্যাঁ, পাওয়া গেছে সমাধান , আর সেটি হচ্ছে Utorrent।
µTorrent হলো BitTorrent. এর অবিশ্বাস্য জনপ্রিয় ক্লায়েন্ট ।
হ্যাঁ, পাওয়া গেছে সমাধান , আর সেটি হচ্ছে Utorrent। µTorrent হলো BitTorrent. এর অবিশ্বাস্য জনপ্রিয় ক্লায়েন্ট। আর এটি ডাউনলোড ও ইনস্টল করতে লাগবে .......
অপারেটিভ সিস্টেম - মাইক্রোসফট উইন্ডো ( যে কোনো ভার্সন )
ডিক্স স্পেইস - ৮৫৯কেবি। তাহলে শুরু করুন।
http://www.utorrent.com/returning-visitor
অতপর µTorrent ডাউনলোড এবং ইনস্টল শেষ হলে, thepiratebay সাইটটিতে চলে আসুন এবং এখানে দেয়া তালিকায় ও সার্চ বক্সের সাহায্যে যত খুশি আপনার পছন্দের মুভি ,সিরিজ অথবা গান ডাউন লোড করুন এবং আনন্দের সাথে উপভোগ করুন ।
http://thepiratebay.se/
ধন্যবাদ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।