আমাদের কথা খুঁজে নিন

   

ওজন কমাবে চশমা!

তুমি আর আমি! সম্প্রতি জাপানের গবেষকেরা ওজন কমাতে পারে এমন ধরনের চশমা তৈরিতে কাজ করছেন। অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির এ চশমা মস্তিষ্কের সঙ্গে এক ধরনের চাতুরী খাটায়। টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, চশমা পরা থাকলে ছোট আকারের খাবারও অনেক বড় দেখায়, ফলে খাবার সময় মনে হয়, অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে। এতে খাওয়ার পরিমাণ কমে যায়। গবেষকদের বরাতে এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, চশমায় রয়েছে এক ধরনের ইমেজ প্রসেসিং পদ্ধতি, যা কেবল হাতে ধরে রাখা খাবারের আকারই বড় দেখায়। কিন্তু হাত স্বাভাবিক মাপেরই দেখায়। টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক মিচিটাকা হিরোসি জানিয়েছেন, চশমা ব্যবহার করে ওজন কমানোর এ বিষয়টি পরীক্ষা করে দেখা গেছে—এটি সত্যিই কাজ করে! সম্প্রতি মনস্তত্ত্ববিদেরা জানিয়েছেন, খাবার দেখা ও গ্রহণের সঙ্গে মানসিক অবস্থার বিশেষ যোগসূত্র রয়েছে। তাই এ প্রযুক্তির চশমা খাবারের পরিমাণ বেশি দেখিয়ে কম খাওয়ার অভ্যাস তৈরির মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করতে পারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।