আমাদের কথা খুঁজে নিন

   

আজকের হরতালের নতুন কর্মসূচি

আজকের হরতাল উপলক্ষে বিরোধীদলের নেতারা নতুন কর্মসূচি নিয়েছেন। (১) সর্বাত্মক হরতাল করার জন্য তাদের বাড়ীতে বাড়ীতে চুলা বন্ধ থাকবে, তারা কেউ বাড়ীতে খাবে ন না। (তবে রেস্টুরেন্টগুলো হরতালের বাইরে রাখা হয়েছে প্যাকেট বিরিয়ানী সরবরাহের জন্য) (২) হরতালে নেতারা নিজেদের ব্যবসায়িক অফিস করবেন না। (কিন্তু অফিসের অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন হরতালের সফলতা প্রত্যক্ষ করার জন্য) (৩) শান্তিপূর্ণ হরতালের জন্য মিছিল পিকেটিং হবে (তবে পুলিশ বাধা দিলে ঘরেই বসে থাকবেন। এই গরমে বাইরে কে যায়? ফালতু হরতাল) (৪) হরতাল ষফল হয়েছে বলে বিবৃতি তৈরি হবে।

(তবে তা হরতাল ঘোষণার আগেই রেডি করা আছে। (৫) কোনো নেতা পিকনিক ধাচের পোষাক পড়ে সাংবাদিকদের সাথে কথা বলার জন্য প্রস্তুত থাকবেন। (নিজের পরিচিত সাংবাদিকদের জানিয়ে রাখবেন তিনি কোথায় আছেন। ) সরকারি দলের কর্মসূচি (১) হরতাল ব্যর্থ এটা প্রমাণ করার জন্য মরীয়া হয়ে উঠবে। (২) এখানেও প্যাকেট বিরিয়ানীর আয়োজন হবে।

(৩) নিজেদের অফিসে সংবাদ সম্মেলনে হরতাল জনগণ কর্তৃক প্রত্যাখাত বলে ঘোষণা। (৪) সাংবাদিকদের সাথে কথা বলার মহড়া দেবেন। আর জনগণ দেখে যাবেন যত সব রাজনৈতিক তামাশা। জনগণ তো গুলিস্তানের বাদর। নেতারা লাঠি হাতে তাদের নাচাবেন এবং জনগণ নাচবেন।

তা ধিন ধিন তা// তানা নানা ধিন ধিন// তাধিন তাধিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।