স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!
ছবিটি ফেইস বুক থেকে নেওয়া। সম্প্রতি এয়ারটেল + প্রথমআলো "আমরা আঁকব দেখবে বিশ্ব" শিরোনামে মানিক মিয়া এভিনিউতে একটি রোড পেইন্টিং এর আয়োজন করে। এটি বিশ্বের সবচেয়ে বড় পেন্টিং হিসাবে গিনেস বুক এ স্থান পাবে বলে আয়োজকরা আশা করছে। কিন্তু এই আইডিয়া পুরাটাই চুরি করা বলে UODA এর চারুকলা ডিপার্টমেন্ট এর ছাত্রছাত্রীরা বিভিন্ন মাধ্যমে প্রচার চালাচ্ছে। আমি ব্যক্তিগত ভাবে এই বিষয়টির সাথে জড়িত ছিলাম বলে এটা নিয়ে কিছু লেখার দায়বদ্ধতা উপলব্ধি করছি।
চাকুরী জীবনের প্রথম দিকে আমি প্রায় সাড়ে তিন বছর CODA, UODA তে চাকুরী করেছি। UODA এর ছাত্র ছাত্রীদের দাবী শত ভাগ সত্য! ২০০২ সাল থেকে কোডা ও ইউডার যৌথ আয়োজনে ২৫ মার্চ সন্ধ্যা থেকে সারারাত মানিক মিয়া এভিনিউ তে অনুষ্ঠান আযোজন শুরু হয়। ওখানে মঞ্চ করে সারারাত দেশাত্ববোধক গান, কবিতা, পেন্টিং, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠান করা হত। এর মধ্যে রোড পেন্টিং এর দায়িক্ত ছিল মুলত ইউডার ফাইন আর্টস ডিপার্টমেন্ট এর; তবে কিছু কিছু জায়গা ছিল উম্মুক্ত সেখানে আমরাও ইচ্ছা মত রঙ করতে পারতাম। দেশের খ্যাতিমান শিল্পীদের দ্বারা এই পেইন্টিং উদ্বোধন করা হতো।
আমি নিজে প্রথম দুই বছর এই অনুষ্ঠানে সারা রাত জেগে অংশ গ্রহন করেছি। পরে জব চেঞ্জ এবং বিদেশে চলে আসার কারনে ওখানে আর যাওয়া হয়নি। SODA, CODA, UODA সমস্ত শিক্ষকদের এই অনুষ্ঠানে অংশ গ্রহণের অলিখিত বাধ্যবাধকতা ছিল; সত্যি কথা বলতে কি সারা রাত জেগে থাকা নিয়ে আমরা প্রথম দিকে প্রশাসনের উপর কিছুটা বিরক্তও ছিলাম, পরে অবশ্য এটা উৎসবের আমেজে রূপ নেই।
যাই হোক, এয়ারটেল এর কথা বাদ দিলাম, প্রথমআলোর মত একটা প্রতিষ্ঠানের এমন ২ নম্বরী কাজে আমি সত্যিই বিস্মিত! প্রথমআলো অধিকংশ মানুষের প্রথম পছন্দের এবং দেশের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা, তাদের তো দেশের বিদেশে স্বীকৃতির অভাব নেই, তারা কেন এরকম ভাল একটা কাজের স্বীকৃতি নিতে অন্যের আইডিয়া চুরি করার মত নীচ কাজ করতে গেল আমার মাথায় আসে না। এই আয়োজনটাই একটা মহৎ আয়োজন হতো যদি প্রথমআলো ইউডার ছাত্রছাত্রীদের সাথে নিয়ে তাদের অবদান কে স্বীকৃতি দিয়ে কাজ টা করত।
সংশ্লিষ্ট কারো চোখে যদি এই লেখাটা পড়েবে এই আশা নিয়ে লিখছি।
শুভ ব্লগিং !!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।