ভালবাসার উম্মুক্ত প্রান্তরে একাই যদি খেলবে তুমি তবে, আমায় ডেকেছিলে কেন? ভোরের ¯িœগ্ধ সমীরণে সহজিয়া পালার দূবোধ্য চরণে প্রত্যাশিত প্রহরে তুমি ছিলে না দক্ষিণা ¯্রােত হয়ে। স্বপ্ন দেখানোর নামে মিছামিছি যুদ্ধ যুদ্ধ খেলা অস্থির প্রহরে কেন উঠে বসা বিবস্ত্র ভেলায় উত্তাল সমুদ্র জানে নোনা জলে প্রেম অশরীরিরি মায়া হয়ে আর কত বিনাশ কèান্ত সভ্যতার। কালে কালে অনাহুত পথিক হয়ে ছুটব না মরিচিকায় একদিন সব লেনদেন হবে ম্লান একাকিত্বের অভিশাপ বৃদ্ধ ধ্যনীর চোখ এখন পত্তনের আশায় নতুন নগরীর বেনামী চিঠিগুলো বড্ড অসহায়-নিদারুণ-বিহ্বল এ ঘাট ও ঘাট ভেসে চলা। নিয়মের বেড়াজালে হীমঘরে স্থান পায় না বেওয়ারিশ কুকুর ‘প্রেমিকের কল্যানে পৃথিবী কোনোকালে উদার ছিলনা’- আপন মনে ক্ষোভ ঝাড়ে ফ্যাকাসে চামড়ার বুড়ো বেশ্যা হৃদয় মন্দিরে ক্ষেণে ক্ষণে মরে আবেগী পুরুষ যেভাবে নারীর মন বোঝেনা ঈশ্বর। ‘জেনো, সত্যের পরেও কিছু সত্য থেকে যায় যা হয়না বলা।’ ভালবাসা এখন ভিখারীর মতো বিবর্ণ সমাপ্তি যুদ্ধ ও প্রেমে সত্য বলে কিছু নেই, হৃদয়কর্ষীয় সূত্রে প্রমাণিত। উৎসর্গ: আমার বন্ধু আফসানা মিতু’কে ‘যে সময়ের মুখোমুখি হতে ভয় পায়।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।